ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৮:৩৩, ৯ নভেম্বর ২০১৬

খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

কোর্ট রিপোর্টার ॥ রাষ্ট্রদ্রোহের একটি এবং নাশকতার পাঁচ মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগামী ১ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল আসামি খালেদা জিয়ার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে দাঁড়িয়ে বলেন, সাবেক এ প্রধানমন্ত্রী অসুস্থতার জন্য আদালতে উপস্থিত হতে পারেননি। তিনি চার্জ শুনানির জন্য সময় বৃদ্ধির আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ১ ডিসেম্বর আসামি খালেদা জিয়াকে আদালতে হাজির করতে আইনজীবীদের নির্দেশ দেন। রাষ্ট্রদ্রোহ মামলার বাদী এ্যাডভোকেট মোমতাজ উদ্দিন মেহেদী মামলাটির গুরুত্ব বিবেচনা করে সময় আবেদনের বিরোধিতা করেছিলেন। এছাড়া রাষ্ট্রপক্ষেও নাশকতার পাঁচ মামলায় সময় বৃদ্ধির আবেদনের বিরোধিতা করা হয়েছিল। তবে ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ১ ডিসেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেন এবং আসামিকে হাজির করার নির্দেশ দেন। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে চলতি বছরের ২৫ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করা হয়। গত ৫ এপ্রিল খালেদা জিয়া এ মামলাসহ পাঁচ মামলায় আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন।
×