ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হকি লীগে পুলিশের কষ্টার্জিত জয়

প্রকাশিত: ০৬:৩৫, ৯ নভেম্বর ২০১৬

হকি লীগে পুলিশের কষ্টার্জিত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগে কষ্টার্জিত জয় কুড়িয়ে নিয়েছে পুলিশ এসি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবারের প্রথম খেলায় পুলিশ ২-১ গোলে উত্তরা হকি ক্লাবকে হারায়। বিজয়ী দলের নয়ন দে এবং কাজী জাহেদ ১টি করে গোল করেন। বিজিত দলের সোহেল রানা একমাত্র গোলটি করেন। দ্বিতীয় খেলায় ব্যাচেলার্স ১-১ গোলে ড্র করে শান্তিনগর এসসির সঙ্গে। ব্যাচেলার্সের তালেব এবং শান্তিনগরের রাব্বি ১টি করে গোল করেন। মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসব আজ শুরু স্পোর্টস রিপোর্টার ॥ আজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসব। ক্রীড়া উৎসবে পুরুষদের ১০টি ইভেন্ট ও নারীদের ৫টি ইভেন্ট থাকছে। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টাফদের জন্য থাকছে আরও দুটি ইভেন্ট। সবমিলিয়ে মোট ১৭টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। ক্রীড়া উৎসবে থাকছে ব্রিজ, দাবা, ব্যাডমিন্টন, ক্যারম, মিনি ম্যারাথন, গোলক নিক্ষেপ, আরচারি, শূটিং, টেবিল টেনিস ও সাঁতার। নারী সদস্যদের জন্য থাকছে শূটিং, সাঁতার, দাবা, ক্যারম ও মিনি ম্যারাথন। এ ক্রীড়া উৎসবে প্রায় ৭৫০ ডিআরইউ সদস্য নাম এন্ট্রি করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার ডিআরইউ’র সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মজিবর রহমান, ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক প্রমুখ।
×