ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালকে ৮ উইকেটে হারাল সাকিবের দল

মেহেদী ঝড়ে সহজ জয় ঢাকার

প্রকাশিত: ০৬:৩৩, ৯ নভেম্বর ২০১৬

মেহেদী ঝড়ে সহজ জয় ঢাকার

স্পোর্টস রিপোর্টার ॥ ‘জিতবে ঢাকা, দেখবে দেশ।’ মঙ্গলবার রাতে এ স্লোগানে মুখর হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। খেলা চলাকালে ঢোল বাজিয়ে ‘ঢাকা, ঢাকা’ রব তুলেছে ঢাকার সমর্থকরা। খেলা শেষেও ‘ঢাকা, ঢাকা’ই শব্দ শুধু চারদিকে। থাকবেই বা না কেন? বরিশাল বুলসকে যে মেহেদী মারুফের অপরাজিত ৭৫ রানে অনায়াসেই ৮ উইকেটে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। ম্যাচজুড়েই তো ঢাকার আধিপত্য থাকে। বরিশালের ১৪৮ রান অতিক্রম করতে তো ১৬ ওভার খেলল ঢাকা। ৪ ওভার হাতে রেখেই ২ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ফেলল ঢাকা। টস জিতে ফিল্ডিং নেয় ঢাকা। এক এক করে ৯ বোলার বল করেন। শুরুতেই ৪৪ রানে বরিশালের ৩ উইকেট শিকার করে ঢাকা। কিন্তু এরপর মুশফিক ও শাহরিয়ার মিলে চতুর্থ উইকেটে ৮২ রানের জুটি গড়েন। বরিশালের স্কোর গিয়ে দাঁড়ায় ১২৬ রানে। একবার ৩৫ রানে ‘নতুন জীবন’ পেয়েও ১২৬ রানের সময় শাহরিয়ার (৫৫) আউটের পর বরিশালকে বেশিদূর এগিয়ে যেতে দেয়নি ঢাকা। ১৩৯ রানে আরও ২টি উইকেট তুলে নেয় ঢাকা। শেষ পর্যন্ত বরিশাল ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৮ রান করতে পারে। মুশফিক তার পছন্দের শটগুলো খেলে ৫০ রান করে অপরাজিত থাকেন। পেসার মোহাম্মদ শহীদ ৩ উইকেট নেন। জবাবে শুরু থেকেই মেহেদী মারুফ কী মারমুখী ব্যাটিং করতে থাকেন। আল আমিনের করা প্রথম বলেই ছক্কা হাঁকান মেহেদী। তবে তৃতীয় ওভারে আল আমিনের করা দ্বিতীয় বলে যে নিচু হয়ে আসা অফ স্টাম্পের বলটি ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকালেন মেহেদী, সেটি সবারই চোখ জুড়ালো। মেহেদীর ব্যাটিং রং দেখে যেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাও জ্বলে উঠলেন। সমান তালে দুইজন মিলে বাউন্ডারি হাঁকাতে থাকেন। একটা সময় তো মনে হচ্ছিল, ১০ উইকেটেই জিতে যাবে ঢাকা। শেষ পর্যন্ত ৮৮ রানে গিয়ে স্পিনার তাইজুলের বলটি স্লো হয়ে যাওয়ায় এলবিডাব্লিউ হন ২৩ রানে একবার আল আমিনের হাত ফসকে বল মাটিতে পড়ায় ‘নতুন জীবন’ পাওয়া সাঙ্গাকারা (৩০)। ৩২ বলে যখন জিততে ১৩ রান দরকার, এমন সময়ে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানও সাজঘরে ফেরেন। তবে মেহেদী ঠিকই উইকেটে থাকেন। ৩০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ক্যারিয়ারের প্রথম টি২০ অর্ধশতকও করে ফেলেন। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৭৫ রান করলেন মেহেদী মারুফ। স্কোর ॥ ঢাকা ডায়নামাইটস-বরিশাল বুলস ম্যাচ। টস ॥ ঢাকা ডায়নামাইটস (ফিল্ডিং)। বরিশাল ইনিংস ১৪৮/৬; ২০ ওভার (শুভ ৬, মুনাভিরা ১২, মালান ১৬, মুশফিক ৫০*, শাহরিয়ার ৫৫, পেরেরা ৩, এমরিট ১, মেহেদী ২*; শহীদ ৩/২১)। ঢাকা ইনিংস ১৪৯/২; ১৬ ওভার (মেহেদী ৭৫*, সাঙ্গাকারা ৩০, সাকিব ২০, মোসাদ্দেক ১০*; তাইজুল ১/১৪)। ম্যাচসেরা ॥ মেহেদী মারুফ (ঢাকা ডায়নামাইটস)।
×