ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজকের আকর্ষণ আফ্রিদি

প্রকাশিত: ০৬:২৬, ৯ নভেম্বর ২০১৬

আজকের আকর্ষণ আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ শুরুর ম্যাচেই ড্যারেন সামি টস করেছিলেন। জিতেও গিয়েছিলেন এবং বৃষ্টিভেজা আর্দ্র আবহাওয়া দেখে বোলিংও নিয়েছিলেন। তবে একটা বলও করা হয়নি বৃষ্টির দাপটে। নতুন করে মঙ্গলবার শুরু হওয়া বিপিএল আসরের আজ দ্বিতীয় দিনে মাঠে নামছে সামির দল রাজশাহী কিংস। রাজশাহীর হয়ে অভিষেকে রেকর্ড গড়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট বিজয়ের নায়ক তরুণ অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গত আসরে খেলেনি দলটি, নতুন সংযোজন তারা। সামিদের প্রতিপক্ষ খুলনা টাইটান্সও এবার নতুন। দুপুর ২টায় এই দুই নতুনের লড়াই আজ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্স। এই ম্যাচে মাঠে নামবেন ‘বুম বুম’ খ্যাত পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এবারই প্রথম বিপিএলের শুরু থেকেই খেলছেন তিনি। রংপুরের হয়ে মাঠ মাতাবেন এ বিধ্বংসী ব্যাটিং অলরাউন্ডার। আগের দুই আসরে তেমন আহামরি কোন সাফল্য দেখাতে পারেনি রংপুর। এবার অভিজ্ঞ নাঈম ইসলামের নেতৃত্বে নামা রংপুরের জন্য অবশ্য বড় ধরনের সুবিধা হয়েছে দলে আফ্রিদি শুরু থেকেই দলে যোগ দেয়াতে। বিপিএলে আগেও ছিলেন, তবে জাতীয় দলের ব্যস্ততায় সবগুলো ম্যাচ খেলা হয়নি। এখন সেই পিছুটান নেই। এবার প্রথম ম্যাচ থেকেই নামছেন। তাই বেশ উজ্জীবিত হয়েই মাঠে নামবে রংপুর। অধিনায়ক নাঈম বলেন, ‘আমাদের দল খুব ভাল ভারসাম্যপূর্ণ হয়েছে। প্রতিপক্ষ নিয়ে এখনই কিছু ভাবছি না। আমরা যদি নিজেদের খেলা নিজেরা খেলতে পারি তাহলে খুব ভাল কিছু হবে।’ শুধু আফ্রিদিকেই দলের হাইপ্রোফাইল ক্রিকেটার দাবি নাঈমের। কিন্তু বাকিদের মধ্যে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ, পাকিস্তানী নাসির জামশেদ ও শারজিল খানদের সাম্প্রতিক নৈপুণ্য আশা জাগাচ্ছে তাকে। বোলিংয়ে উদীয়মান ইংলিশ পেসার লিয়াম ডসন, দেশের রুবেল হোসেন আছেন। আফ্রিদি ছাড়াও বেশ কয়েকজন ভাল স্পিনার আছে- সোহাগ গাজী, আরাফাত সানি ও শ্রীলঙ্কার সচিত্র সেনানায়েকে। তবে তামিমের চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। চলতি আসরে কাগজে-কলমে সবচেয়ে শক্তিধর দলটা গড়েছে তারা। উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করায় উজ্জীবিত তামিমের দল। সন্ধ্যার ম্যাচে আফ্রিদি খেলবেন- সব আকর্ষণ তার দিকে। তিনিই ক্রিকেট পিপাসুদের আলোচনা ও আকর্ষণের কেন্দ্রে। তবে দিনের প্রথম ম্যাচেও নজর থাকবে সবার। কারণ এবারের আসরে নতুন দু’দল খুলনা ও রাজশাহীর লড়াই। তবে খুলনার মূল শক্তি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে তিনি বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরেছেন। গত বিপিএলে বরিশাল বুলসকে নেতৃত্ব দিয়ে রানার্সআপ করেছেন। এবার খুলনাকে নিয়ে একই সাফল্য ছোঁয়ার মিশন। দুই ক্যারিবীয় আক্রমণাত্মক টপঅর্ডার লেন্ডল সিমন্স ও আন্দ্রে ফ্লেচার ছাড়াও দারুণ সাফল্য পাওয়া বেশ কয়েকজন তারকা থাকায় মাহমুদুল্লাহ দারুণ শুরুর ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে প্রতিপক্ষ রাজশাহী কিংসও বেশ উজ্জীবিত ক্যারিবীয় অধিনায়ক সামিকে শুরু থেকেই পেয়ে। তবে মূল আকর্ষণ জাতীয় দলের আক্রমণাত্মক ব্যাটসম্যান সাব্বির রহমান। সঙ্গে আছে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মিরাজ। তারাও জয় দিয়েই শুরু করতে চায় এবারের বিপিএল।
×