ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাক্কানি তালুকদার

সুযোগের অপেক্ষায় নাফিস

প্রকাশিত: ০৬:০০, ৯ নভেম্বর ২০১৬

সুযোগের অপেক্ষায় নাফিস

সাড়ে তিন বছর আগে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন শাহরিয়ার নাফিস। ২০১৩ সালের এপ্রিলে জিম্বাবুইয়ের বিপক্ষে খেলা টেস্ট ছিল সেটি। এরপর আবার ফিরেছিলেন সে বছর শ্রীলঙ্কা সফরের দলে। কিন্তু শেষ মুহূর্তের ইনজুরি তাকে ছিটকে দেয়। এরপর আর জায়গা হয়নি। তবে দীর্ঘদিন পর এবার আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের প্রাথমিক দলের স্ট্যান্ডবাই হিসেবে আছেন বাঁহাতি এ ওপেনার। এটাকে নতুন যাত্রা হিসেবে দেখছেন নাফিস। তিনি মনে করেন এই পর্যায়ে বাংলাদেশ দল যেমন খেলছে এবং যে সমন্বয় আছে সে অনুসারে মূল স্কোয়াডে তার জায়গা নেই। তবে হাল ছাড়ছেন না। পারফর্মেন্সের ধারাবাহিকতা রেখে ভাল খেলা চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। নাফিস মনে করেন ভাল খেলা চালিয়ে যেতে পারলে সুযোগ একদিন আসবেই। ৩১ বছর বয়সী নাফিস ২৪ টেস্টে ২৬.৩৯ গড়ে ১ সেঞ্চুরি ১৭ হাফসেঞ্চুরিসহ করেছেন ১২৬৭ রান। ৭৫ ওয়ানডে খেলে ৩১.৪৪ গড়ে ৪ সেঞ্চুরি ও ১৩ হাফসেঞ্চুরিসহ ২২০১ রানও করেছেন তিনি। কিন্তু নৈপুণ্যে ভাটা পড়েছিল ২০১২ সালের শেষদিক থেকেই। অনিয়মিত হয়ে যান দলে। ইনজুরির কারণে ২০১৩ সালে ছিটকে যান, আর ২০১১ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। এরপর দলে জায়াগা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যেই আছেন নাফিস। চেষ্টা চালিয়ে যাচ্ছেন আবার জাতীয় দলে ফেরার। সে কারণে নিউজিল্যান্ডগামী প্রাথমিক দলের স্ট্যান্ডবাই হিসেবে নাম আছে তার। এতেই সন্তুষ্ট নাফিস। তিনি বলেন, ‘গত তিন বছর ধরে আমি জাতীয় দলের কোথাও ছিলাম না। বাদ যখন পড়লাম ২০১৩ সালে, এরপর কোথাও ছিলাম না। এরপরে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার মধ্য দিয়ে একটা নতুন যাত্রা শুরু হয়েছে। ওইটার ধারাবাহিকতায় নিউজিল্যান্ড সফরে স্ট্যান্ড বাই হিসেবে আছি।’ নাফিস মনে করেন বর্তমানে বাংলাদেশ দল যেমন নৈপুণ্য দেখাচ্ছে এবং ক্রিকেটাররা ফর্মে আছেন সে কারণেই তার জায়গা হচ্ছে না। এ বিষয়ে নাফিস বলেন, ‘আমি খুব বাস্তবতায় বিশ্বাসী। আপনি যদি বাংলাদেশ দলের পারফর্মেন্স দেখেন, টপ অর্ডার ভাল করছে। দলের মধ্যে ওই রকম জায়গাও নেই যেখানে নির্বাচকরা আমাকে মূল স্কোয়াডে নিতে পারবেন। তারপরও উনারা আমাকে বিবেচনা করেছেন, টিম ম্যানেজমেন্টের বিবেচনায় আমি আছি, এটা আমার খুব বড় পাওয়া। আমি চেষ্টা করব ধারাবাহিকতাটা বজায় রাখতে যাতে আমার পারফর্মেন্সের দিক থেকে সবকিছু আপ টু ডেট থাকে। যেন যখনই দলে জায়গা হয় বা আমার প্রয়োজন হয় তারা সবার আগে আমাকে বিবেচনা করে।’ বিপিএলের চতুর্থ আসর এবার। প্রথম বাংলাদেশী হিসেবে তিনিই বিপিএলে শতক হাঁকিয়েছিলেন। এবার বিপিএলেও দারুণ কিছু করতে চান। এ বিষয়ে নাফিস বলেন, ‘বিপিএলে আমি যত পারফর্মেন্স করতে থাকব তত আমার নামটা সবার সামনে আসতে থাকবে। তখন আমাকে বিবেচনা করাটা সহজ হবে।’
×