ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাশ্চাত্যেও বৈষম্য

প্রকাশিত: ০৫:৫৫, ৯ নভেম্বর ২০১৬

পাশ্চাত্যেও বৈষম্য

যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে বেতন বৈষম্যের শিকার নারীরা। পুরুষকর্মীর তুলনায় আট শতাংশ কম বেতন পান তারা। প্রযুক্তি খাতে কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম হায়ারডের এক প্রতিবেদনে এমন অবস্থাই ফুটে উঠেছে। হায়ারডের সংগৃহীত প্রতিবেদনে দেখা যায়, একই ধরনের কাজে দেশটিতে পুরুষ কর্মীদের চেয়ে নারী কর্মীরা আট শতাংশ কম পারিশ্রমিক পান। যুক্তরাজ্যে এই পার্থক্য নয় শতাংশ, কানাডায় সাত শতাংশ আর অস্ট্রেলিয়ায় পাঁচ শতাংশ। প্রায় তিন হাজার প্রার্থীর ১০ হাজার প্রস্তাব বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই তথ্য বেতনের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে আরও দেখা যায়, মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেতনের এই পার্থক্য সবচেয়ে বেশি। ২০১ থেকে ১০০০ কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানে পুরুষ আর নারী কর্মীর মধ্যে বেতনের পার্থক্য ১৭ শতাংশ। আর পদের ক্ষেত্রে, প্রযুক্তি খাতে বিক্রয় বিভাগে কাজ করা নারীরা তাদের পুরুষ সহকর্মীদের তুলনায় পাঁচ শতাংশ কম বেতন পান আর সফটওয়্যার প্রকৌশলীদের ক্ষেত্রে পার্থক্য হয়ে যায় নয় শতাংশ।-সিএনবিসি
×