ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশ কর্মকর্তা রিমান্ডে

কুমিল্লায় ইয়াবা সিন্ডিকেট সদস্য এ্যাড. জাকির গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৫, ৯ নভেম্বর ২০১৬

কুমিল্লায় ইয়াবা সিন্ডিকেট সদস্য এ্যাড. জাকির গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ নবেম্বর ॥ সাত লাখ ইয়াবার চালানসহ গ্রেফতারকৃত আসামি ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এএসআই মাহফুজুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে কুমিল্লা সিআইডি। তার দেয়া তথ্যমতে সিআইডি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে জাকির হোসেন নামে এক আইনজীবীকে কুমিল্লার জেলখানা রোড এলাকা থেকে গ্রেফতার করেছে। জাকির কুমিল্লা বারের সদস্য ও ইয়াবা সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে সিআইডি জানিয়েছে। এর আগে ফেনী থানা পুলিশ ও সিআইডি-ফেনী দুই দফা তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছিল। এতে গুরুত্বপূর্ণ আসামিদের নাম বাদ পড়ে যাওয়ায় আদালতের নির্দেশে বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত করছে কুমিল্লা সিআইডি। জানা যায়, গত বছর ২০ জুন চট্টগ্রামে র‌্যাব-৭ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহলকালে খবর পায় ফেনীর লালপুল এলাকায় একটি কালো রঙয়ের এলিয়েন প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৭-৭১৮১) একটি ছোট শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছে। পরে র‌্যাব ধাওয়া করে প্রাইভেটকারটিকে আটক করে। এতে তল্লাশি চালিয়ে পুলিশ ২৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭ লাখ টাকা, ৪টি মোবাইল ফোন সেট, বিভিন্ন ব্যাংকের ৮টি ক্রেডিট কার্ড ও মাদকের টাকার হিসাব সংবলিত ৩টি নোট বুক উদ্ধার করে। উদ্ধারকৃত নোট বুকে ১৪ জন মাদক ব্যবসায়ীর সঙ্গে বিভিন্ন সময়ে ইয়াবা লেনদেনের ২৮ কোটি ৪৪ লাখ ১৩ হাজার টাকার হিসাব পায় র‌্যাব। এ সময় ওই প্রাইভেটকারে থাকা ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এএসআই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামশেদ মিয়ার পুত্র মাহফুজুর রহমান, চালক একই উপজেলার ওমর আলী ভূঁইয়ার পুত্র জাবেদ আলীকে গ্রেফতার করে র‌্যাব। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি-কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ জানান, মামলার প্রধান আসামি এএসআই মাহফুজুর রহমানকে সোমবার দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ওই ইয়াবার চালান ও সিন্ডিকেটের হোতা এ্যাডভোকেট জাকির হোসেনের নাম-ঠিকানা প্রকাশ করে। তার দেয়া তথ্যমতে মঙ্গলবার দুপুরের দিকে এ্যাডভোকেট জাকির হোসেনকে কুমিল্লা নগরীর জেলখানা রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
×