ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিমান্ড শেষে রসরাজকে জেলে প্রেরণ

প্রকাশিত: ০৫:৫৪, ৯ নভেম্বর ২০১৬

রিমান্ড শেষে রসরাজকে জেলে প্রেরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে অবমাননার ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার হওয়া রসরাজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড শেষে আদালতে উপস্থিত করে ফের রিমান্ড প্রার্থনা করে। নাসিরনগর আদালতের বিচারক সুলতান সোহাগ উদ্দিন তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। তবে একই সঙ্গে রসরাজের পক্ষে আইনজীবীদের করা জামিন আবেদনও বাতিল করে। ব্রাহ্মণবাড়িয়া ডিবির ওসি মোঃ মফিজ উদ্দিন জানান, শুক্রবার একই আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। আমরা রিমান্ডে তার কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি, যা যাচাই-বাছাই চলছে। শনিবার মামলাটি ডিভিতে হস্তান্তর হয়। এদিকে নাসিরনগরে সৃষ্ট ঘটনায় গ্রেফতারকৃতদের মধ্যে ছয় জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। নাসিরনগর আদালত ছয় জনের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শাসক গোষ্ঠীর দ্বন্দ্বের ফল- মঞ্জুরুল ॥ এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেছেন, নাসিরনগরসহ সারাদেশের সাম্প্রদায়িক হামলা শাসক গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। মঙ্গলবার সন্ধ্যায় নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ক্ষতিগ্রস্ত মন্দির বাড়ি পরিদর্শন শেষে শহীদ মিনারের সামনে সিপিবি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। তিনি প্রশাসনের তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের শুধু প্রত্যাহার করলেই হবে না, ব্যর্থতার কারণ নির্ণয় করে তাদের বিচারের আওতায় আনতে হবে।
×