ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রেনেড হামলা মামলা

তারেকসহ পলাতক আসামিদের পক্ষে জেরা শেষ

প্রকাশিত: ০৫:৫১, ৯ নভেম্বর ২০১৬

তারেকসহ পলাতক আসামিদের পক্ষে জেরা শেষ

কোর্ট রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ পলাতক ১৯ আসামির পক্ষে তদন্ত কর্মকর্র্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দকে জেরা শেষ করেছেন স্টেট ডিফেন্স আইনজীবীরা। ঢাকার এক নম্বর দ্রুত বিচার টুাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন গতকাল মঙ্গলবার এই জেরা রেকর্ড করেন। মামলায় রাষ্ট্রপক্ষের সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। পলাতকদের পক্ষে জেরা শেষ হওয়ার পর মঙ্গলবার জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীর পক্ষে জেরা শুরু করেছেন আইনজীবী আব্দুস সোবহান তরদার। আগামী ১৪ এবং ১৫ নবেম্বর পরবর্তী জেরার দিন ধার্য করা হয়েছে। গত সোমবার ১৮ পলাতক আসামির পক্ষে জেরা শেষ হওয়ার পর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ্যাডভোকেট আক্তার হোসেন জেরা শুরু করেন। ওইদিন জেরা শেষ না হওয়ায় মঙ্গলবার বাকি জেরা নেয়া হয়। জেরা হওয়া পলাতক অপর আসামিরা হলেন, কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, হারিছ চৌধুরী, ওবায়দুর রহমান, খান সাইদ হাসান, সাইফুল ইসলাম জোয়ারদার, এটিএম আমিন, মোঃ হানিফ, ইয়াহিয়া, শফিকুর রহমান, আব্দুল হাই, বাবু ওরফে বাতুল বাবু, মাওঃ তাজউদ্দিন, মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তকিন, আনিসুল মুরছালিন ওরফে মুনছালিন, মোঃ খলিল, জাহাঙ্গীর আলম বদর, মোঃ ইকবাল, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার ও লিটন ওরফে মাওঃ লিটন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে এ সাক্ষীর জবানবন্দী দেয়া শুরুর পর সাতটি ধার্য তারিখে ওই জবানবন্দী দেয়ার পর গত ৩১ অক্টোবর তা শেষে হয়।
×