ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে হকারের মৃত্যু, ৪৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫১, ৯ নভেম্বর ২০১৬

বিদ্যুতস্পৃষ্ট হয়ে হকারের মৃত্যু, ৪৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক হকারের মৃত্যু হয়েছে। এদিকে ৪৮ মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর ডেমরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ হাসিদ মিয়া (৩০) নামে এক হকারের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আলী হোসেন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বাঘাই কান্দী গ্রামে। নিহতের ভাতিজা মোঃ মোস্তাক জানান, নিহত হাসিদ ফেরি করে বাদাম বিক্রি করত। তিনি চার সন্তানের জনক। ডেমরার সারুলিয়া বাজারের পাশে আজিজ মিয়া মেসে বসবাস করতেন। তিনি জানান, সোমবার রাত ১টার দিকে মোবাইল ফোনে চার্জ দিতে গেলে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে হামিদ মিয়ার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ৪৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীতে ৪৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য জানান। তিনি জানান, সোমবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম হেরোইন, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১২ বোতল ফেনসিডিল ও ৪৬৬ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিভিন্ন থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ভুয়া ডিবি গ্রেফতার ॥ রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে শাহীন আহমেদ (৩৮) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিপিএলের খেলা চলাকালীন সময় স্টেডিয়ার ৪নং গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। ডিএমপি মিরপুর জোনের সহকারী কমিশনার কাজী মাহবুবুল আলম বিষয়টি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ৪নং গেটের সামনে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দর্শকদের টিকিট চেক করছিলেন। এ সময় তাকে আটক করা হয়।
×