ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২২ দিনের শিশু আলহামের হার্টে ছিদ্র, তাকে বাঁচাতে সাহায্য করুন

প্রকাশিত: ০৫:৪৬, ৯ নভেম্বর ২০১৬

২২ দিনের শিশু আলহামের হার্টে ছিদ্র, তাকে বাঁচাতে সাহায্য করুন

স্টাফ রিপোর্টার ॥ মাত্র ২২ দিনের নিষ্পাপ শিশু আলহাম। কী দুর্ভাগ্য তার! জন্মের পরপরই জানা গেল আল হামের হার্টে ছিদ্র। এ খবরে অসহায় দরিদ্র পরিবারে নেমে এলো দুশ্চিন্তার কালো ছায়া। এতটুকুন শিশু, আর কত বড় রোগ- কিভাবে চলবে এর চিকিৎসা। এ নিয়ে পরিবার-পরিজনের ঘুম হারাম হয়ে গেছে। কারণ এই চিকিৎসা যে বেশ ব্যয়বহুল তা ইতোমধ্যে জেনে গেছে ওর বাবা আবেদ আলী। সন্তানের চিকিৎসার অর্থ সংগ্রহে তিনি এখন ব্যস্ত। কিন্তু কোথায় পাবেন এত টাকা? কে এগিয়ে আসবে তার সন্তানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে? তবু আশাহত হননি তিনি। সাহায্য কামনা করলেন সমাজের চিত্তশালী বিত্তবান মানুষের কাছে। তার বুকভরা আশা এই ছোট্ট শিশুটির প্রাণ বাঁচাতে কেউ না কেউ এগিয়ে আসবেনই। শিশু আলহামের বাবা আবেদ আলীর গ্রামের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার জুনারি গ্রামে। হতভাগ্য আলহাম তার দ্বিতীয় সন্তান। আবেদ আলী চাকরি করেন সিকিউরিটির। সামান্য বেতনে চলে তার সংসার। স্ত্রী আর অন্য এক সন্তান নিয়ে সংসার চালাতেই তার জীবন হিমশিম। এর ওপর আলহামের ব্যয়বহুল চিকিৎসার দুশ্চিন্তা তাকে আরও গভীর খাদে ফেলে দিয়েছে। এই দুরবস্থা থেকে মুক্তি চান আবেদ আলী। ঢাকা শিশু হাসপাতালের দ্বিতীয় তলায় ৪ নং ওয়ার্ডের চিকিৎসাধীন আলহামের চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা পেলে সে সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু এ জন্য চাই প্রচুর টাকা। তাই আবেদ আলী সন্তানের জন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ আবেদ আলী, সঞ্চয়ী হিসাব নং ৩৪০৮৬০৭৬, জনতা ব্যাংক, রাজারবাগ কর্পোরেট শাখা, ঢাকা। মোবাইল- ০১৭২৭৭৯৫৮৭৭। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×