ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএনএ পরীক্ষায়ও তামিমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে

প্রকাশিত: ০৫:৪২, ৯ নভেম্বর ২০১৬

ডিএনএ পরীক্ষায়ও তামিমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁ ও বেকারিতে হামলার মাস্টারমাইন্ড বন্দুকযুদ্ধে নিহত তামিম আহমেদ চৌধুরীর পরিচয় ডিএনএ পরীক্ষায়ও নিশ্চিত হয়েছে। তামিম চৌধুরীর ডিএনএ নমুনার সঙ্গে কানাডায় বসবাসরত তার বাবা ও বোনের ডিএনএ নমুনা মিলে গেছে। কানাডার পুলিশ ডিএনএ পরীক্ষার রিপোর্ট বাংলাদেশ পুলিশের কাছে পাঠিয়েছে। ওই প্রতিবেদনে নিহত তামিম চৌধুরী সত্যিকারের তামিম চৌধুরী বলে বাংলাদেশের পুলিশকে নিশ্চিত করেছে কানাডা পুলিশ। চলতি বছরের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গী হামলায় বনানী থানার ওসি সালাহ উদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ছাড়াও ১৭ বিদেশী ও তিন বাংলাদেশী নিহত হন। সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গীর মৃত্যু হয়। জীবিত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার হয় তিন বিদেশীসহ ১৩ জন জিম্মি। সবমিলিয়ে হলি আর্টিজান থেকে ৩২ জন উদ্ধার হয়। গত ২ আগস্ট পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক পুলিশ সদর দফতরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নৃশংস হত্যাকা-ের নেপথ্যের মাস্টারমাইন্ড সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটানোর চেষ্টাকারী বরখাস্তকৃত মেজর জিয়াউল হক জিয়া। আর গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী। তামিম চৌধুরী নব্য জেএমবির শীর্ষ নেতা। দুজনকে ধরিয়ে দিতে ২০ লাখ ও ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি। পুলিশ প্রধান সংবাদ সম্মেলনে আরও জানান, তামিম আহমেদ চৌধুরীর পিতার নাম শফি আহমেদ চৌধুরী। মায়ের নাম খালেদা শফি চৌধুরী। বাড়ি সিলেট জেলার বিয়ানিবাজার থানাধীন দোবাক ইউনিয়নের বড়গ্রাম সাদিমাপুর গ্রামে। জন্ম তারিখ-২৫ জুলাই ১৯৮৬ ইং। ২০১৩ সালের ৫ অক্টোবর সর্বশেষ দুবাই থেকে ইত্তেহাত এয়ারলাইন্সে বাংলাদেশে এসেছিল তামিম চৌধুরী। এরপর থেকেই তামিম চৌধুরী আত্মগোপনে থেকে নব্য জেএমবির হয়ে কাজ করছিল। পুলিশ সূত্রে জানা গেছে, কানাডায় তামিমের পরিবারের সদস্যরা উইন্সসরে বসবাস করেন। তামিম চৌধুরীর দাদা আব্দুল মজিদ চৌধুরী। তিনি পাকিস্তানী হানাদার বাহিনীর পক্ষে থাকা তৎকালীন শান্তি কমিটিতে ছিলেন। তামিমের পিতা জাহাজে চাকরি করতেন। দাদা শান্তি কমিটিতে থাকার কারণে মুক্তিযুদ্ধের পরপরই তামিমের বাবা পরিবার নিয়ে কানাডায় পাড়ি জমান। তামিমের জন্ম ও বেড়ে ওঠা সেখানেই।
×