ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘উন্নত বাংলাদেশের জন্য আগামীর নেতৃত্ব’ শীর্ষক মতবিনিময় ওয়েস্টিনে

প্রকাশিত: ০৫:১৩, ৯ নভেম্বর ২০১৬

‘উন্নত বাংলাদেশের জন্য আগামীর নেতৃত্ব’ শীর্ষক মতবিনিময় ওয়েস্টিনে

নর্থ সাউথ ইউনিভার্সিটি’র (এনএসইউ) আয়োজনে ‘উন্নত বাংলাদেশের জন্য আগামীর নেতৃত্ব’ শীর্ষক মতবিনিময় সভা রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানিসমূহের প্রধান নির্বাহী এবং মানবসম্পদ বিভাগের প্রধানগণ অংশগ্রহণ করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ডিগ্রীপ্রাপ্ত গ্র্যাজুয়েটরা সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও বহুজাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে তারা নিজেদের শিক্ষা, কর্মদক্ষতা এবং অভিজ্ঞতা বিশ্বব্যাপী প্রমাণ করেছেন। শিক্ষার গুণগত মানের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে এনএসইউ কর্তৃপক্ষ সবসময় শিল্প প্রতিষ্ঠানসমূহের সঙ্গে কাজ করে যাচ্ছে। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, ট্রাস্টি বেনজির আহমেদ, এম এ হাশেম, মোহাম্মদ শাহজাহান, এম এ কাশেম, রেহানা, রহমান, ইয়াসমিন কামাল, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি শহীদ নূতন সিংহ স্মৃতি স্বর্ণপদক পেলেন অধ্যাপক মান্নান মহান মুক্তিযুদ্ধে এবং শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ‘শহীদ নূতন সিংহ স্মৃতি স্বর্ণপদক-২০১৬’এ ভূষিত হয়েছেন। ওই স্মৃতি সংসদ আগামী ১ ডিসেম্বর চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রফেসর আবদুল মান্নানকে এই স্মৃতি পদক প্রদান করবে। উল্লেখ্য, নূতন চন্দ্র সিংহ বাংলাদেশের গ্রাম অঞ্চলে নারী শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। -বিজ্ঞপ্তি
×