ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য গৃহবধূ খুন ॥ দুই লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৪, ৯ নভেম্বর ২০১৬

যৌতুকের জন্য গৃহবধূ খুন ॥ দুই লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ যৌতুকের জন্য মাগুরায় গৃহবধূকে খুন করা হয়েছে। জামালপুরে গৃহবধূ এবং রূপগঞ্জ ও আমতলীতে দুই লাশ উদ্ধার করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের- মাগুরা ॥ সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে যৌতুকের জন্য আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। মঙ্গলবার সকালে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, ঝিনাইদহ জেলার টিওরদা গ্রামের আসমা আখতারের সঙ্গে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের রাজমিস্ত্রি মহব্বত আলীর ১০ বছর আগে বিয়ে হয়। রবিবার নিহত আসমা তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসে। এরপর স্বামী মহব্বত আলীসহ শাশুড়ি-ননদের সঙ্গে তার যৌতুক আনা নিয়ে ঝগড়া হয়। পরে তাকে মারপিট করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে আসমার বাবার বাড়িতে খবর দেয় বলে অভিযোগ করা হয়। স্বামী মহব্বত আলীসহ পরিবারের সদস্যরা পালিয়েছে। জামালপুর ॥ বকশীগঞ্জে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগমের (৪৮) লাশটি তার স্বামীর ঘর থেকে উদ্ধার করা হয়। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত (৩০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াবো এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আমতলী, বরগুনা ॥ আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ডাঙ্গার খাল নামক পায়রা নদীর চর থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ একটি অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। বরিশালে বেদে পল্লীতে সংঘর্ষ আহত ২০ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চাঁদা দাবিকে কেন্দ্র করে বেদে পল্লীর দু’দল সমর্থকের সঙ্গে মঙ্গলবার ভোরে হামলা ও সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় একটি বসত ঘর ও একটি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌর এলাকার ১নং ওয়ার্ড টরকীর চর স্থায়ী বেদে পল্লীতে। জানা গেছে, ওই পল্লীর সর্দার নান্নু মিয়া কারণে অকারণে দীর্ঘদিন থেকে বেদে পল্লীর বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। মঙ্গলবার ভোরে নান্নু ও তার লোকজন প্রত্যেক ঘর থেকে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। কারাগারে সেলাই মেশিন প্রদান নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৮ নবেম্বর ॥ জেলা কারাগারের নারী বন্দীদের প্রশিক্ষণের জন্য জেলা সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে কারাগারে নারী বন্দীদের হাতে ওই সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম। ওই সময় জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান ও চেম্বার অব কমার্সের সভাপতি মাছুদসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডায়াবেটিসবিষয়ক কর্মসূচী নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৮ নবেম্বর ॥ বাউফলে ডায়াবেটিস চিহ্নিহ্নতকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পটুয়াখালী জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান প্রমুখ।
×