ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাসিরনগরে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৩, ৯ নভেম্বর ২০১৬

নাসিরনগরে হামলার প্রতিবাদে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ নাসিরনগরসহ সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে ফরিদপুর, গাইবান্ধা ও শাবিতে মানববন্ধন করা হয়েছে। এতে বক্তারা অভিযুক্তদের দ্রুত খুঁজে বের করার দাবি জানান। খবর নিজস্ব সংবাদদাতাদের। ফরিদপুর ॥ নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে নারী শিশু ও সনাতন ধর্মের লোকদের উপর নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কের জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, পূজা উদযাপন পরিষদের নেতা অনিমেষ রায় সচেতন নাগরিক কমিটির মুজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মাইনরিটি রাইটস ফোরামের অঞ্জনা শীল, জেলা ঘাতক দারাল নির্মূল কমিটির নেতা মশিউর রহমান খোকন, ব্যবসায়ী নেতা দীন মোহাম্মদ ও পূজা উদযাপন পরিষদের সুকেশ সাহা বক্তৃতা দেন। গাইবান্ধা ॥ মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আন্দোলন উপ-পরিষদ এই কর্মসূচীর আয়োজন করে। এতে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম গোলাপ, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, জিয়াউল হক জনি, প্রবীর চক্রবর্ত্তী, মিহির ঘোষ, সাংবাদিক আফরোজা লুনা, মির্জা হাসান, সুজন প্রসাদ প্রমুখ। অপরদিকে জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা একই কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক শ্যামল কুমার দাস, পবন কুমার দাশ, বিপুল চন্দ্র বর্মণ, দীপক কুমার, বিপুল কুমার দাস, জয়ন্ত কুমার, স্বপন কুমার বর্মণ, ভজন চন্দ্র মোহন্ত, সুবাস চন্দ্র রায়, উৎপল রায় ও দীনেশ চন্দ্র বর্মণ। শাবি ॥ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এক মানববন্ধন পরবর্তী সমাবেশ থেকে এ প্রতিবাদ জানানো হয়। সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, জন্মগতভাবে হিন্দু-মুসলিম এই দেশে বসবাস করার সমান অধিকার রাখে। কিন্তু দেশে ঘাপটি মেরে বসে থাকা কিছু দুর্বৃত্তরা বিভিন্ন সময়ই সুযোগ খোঁজে বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে আসছে। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন রাব্বী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মস্তাবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, অধ্যাপক ড. আখতারুল ইসলাম ও অধ্যাপক ড. আব্দুল গনি।
×