ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

এখনও চাল পাননি মহেশখালীর ৫শ’ মৎস্যজীবী

প্রকাশিত: ০৪:১৩, ৯ নভেম্বর ২০১৬

এখনও চাল পাননি মহেশখালীর ৫শ’ মৎস্যজীবী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দ্বীপ উপজেলা মহেশখালীর প্রায় পাঁচ শ’ জেলে পরিবার বরাদ্দকৃত ত্রাণের চাল পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারের নিষেধাজ্ঞাকে সম্মান দেখিয়ে ২২ দিন মাছ ধরতে সাগরে যায়নি ওই সব জেলে। সরকারের বরাদ্দ দেয়া ত্রাণের একমুঠো চালও তালিকাভুক্ত জেলেদের ভাগ্যে জোটনি বলে জানা গেছে। গত ১২ অক্টোবর থেকে ২ নবেম্বর পর্যন্ত ইলিশের ডিম ছাড়ার সময় সাগরে মাছ শিকারে না যেতে জেলেদের জন্য ত্রাণ (চাল) বরাদ্দ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মহেশখালী পৌরসভার আওতায় জনপ্রতিনিধিসহ বিভিন্নভাবে যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হয়েছিল ৪৮৮ জেলের নাম। এদের জন্য সরকারীভাবে বরাদ্দ আসে ৯.৭৬০ টন চাল। কিন্তু ২২ দিন ধরে গরিব জেলেরা পৌরসভার মেয়র-কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ধর্ণা দিলেও কোন ত্রাণ তাদের ভাগ্যে জোটেনি বলে জানা গেছে। সূত্র জানায়, মহেশখালী পৌরসভার অধীনে ৪৮৮ জেলের জন্য বরাদ্দ পাওয়া চাল যথাসময়ে বিতরণের জন্য পৌর মেয়র মকছুদ মিয়াকে বারবার তাগাদা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তালিকাভুক্ত জেলেরাও ২২ দিন ধরে পৌর কর্তৃপক্ষের কাছে এসেছেন চালের জন্য। কিন্তু ত্রাণ না পেয়ে তারা প্রতিদিন ফিরে গেছেন খালি হাতে। শেষ পর্যন্ত সরকারের নিষেধাজ্ঞা (মেয়াদ) শেষ হওয়ার পর ৩ নবেম্বর থেকে ওই সব জেলে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাগরে। চট্টগ্রামে আরও পাঁচ শতাধিক পুলিশ সদস্য স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম জেলা পুলিশের আড়াই হাজার সদস্যের সঙ্গে নতুন যুক্ত হচ্ছে আরও পাঁচ শতাধিক সদস্য। এতে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদা পর্যন্ত বিভিন্ন লোকবল থাকছে। চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শক, সহকারী পরিদর্শক, টাউন ইন্সপেক্টর, সার্জেন্ট, কনস্টেবলসহ সর্বমোট জনবল আছে দুই হাজার ৫৮৫ জন। জেলার ১৬টি থানা, পুলিশ লাইনস, ট্রাফিক বিভাগ ও সদর দফতরে এরা কর্মরত আছেন। এ জনবলের সঙ্গে বর্তমানে নতুন করে যুক্ত হচ্ছে আরও চারজন করে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার, ৫৩ জন পরির্দশক, এসআই ১২১ জন, সার্জেন্ট দুজন, এএসআই (নিরস্ত্র) ১২০ জন, এএসআই (সশস্ত্র) ২০ জন, এটিএসআই পাঁচজন, নায়েক চারজন ও কনস্টেবল পদে ১২৭ জন।
×