ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

দুই আওয়ামী লীগ নেতাসহ নিহত সাত

প্রকাশিত: ০৪:১২, ৯ নভেম্বর ২০১৬

দুই আওয়ামী লীগ নেতাসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা, ফরিদপুরে তিন যাত্রী, চরফ্যাশন ও কিশোরগঞ্জে দুই ছাত্র নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিরাজগঞ্জ ॥ জেলার মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় মঙ্গলবার দুপুরে বাসচাপায় আওয়ামী লীগের দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের (৩৫) এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম (৩০)। নিহত আব্দুল কাদের ওই ইউনিয়নের পুনর্বাসন এলাকার ফজর আলী ম-লের ছেলে এবং আব্দুল করিম একই ইউনিয়নের মুলিবাড়ী চর এলাকার আব্দুল হামিদের ছেলে। ঘটনায় পুলিশ ঘাতক বাস ও এর চালককে আটক করেছে। বঙ্গবন্ধু পশ্চিম থানার ওসি দাউদ হোসেন জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে কাদের ও করিম মোটরসাইকেলে সিরাজগঞ্জ যাচ্ছিল। এ সময় বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী চেকপোস্ট রোড ভেরিয়ার অতিক্রমকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী বাস দক্ষিণ লেন দিয়ে না গিয়ে উত্তর লেন দিয়ে গেলে তাদের ব্যবহৃত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাদের মারা যায় এবং অপরজন গুরুতর আহত হয়। পরে তাকে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেও মারা যায়। এদিকে ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা গাড়িটিকে ধাওয়া করে চালকসহ আটক করে। তখন চালককে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর ॥ নগরকান্দা ও মধুখালীতে মঙ্গলবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। জানা গেছে, ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কের মনোহরপুর ব্রিজসংলগ্ন স্থানে ফরিদপুর থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী যাত্রীবাহী লোকাল বাস স্বপ্নীল পরিবহনের সঙ্গে নগরকান্দা থেকে ফরিদপুরগামী একটি মাহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রর ১০ যাত্রী আহত হন। চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা নগরকান্দা উপজেলার মধ্যকাইচাইল গ্রামের মৃত আলেপ মাতুব্বরের ছেলে বাচ্চু মাতুব্বর (৪৫) ও ফরিদপুরের স্থানীয় একটি কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত কুষ্টিয়া জেলার অভিকে (৪০) মৃত ঘোষণা করেন। এছাড়া মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার পরীক্ষিতপুর এলাকায় ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাগুরার দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে বাসযাত্রী অয়ন নামে দেড় বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শিশু অয়ন ফরিদপুরের বোয়ালমালী উপজেলার সোতাশি গ্রামের বিকাশ মালোর ছেলে। এ দুর্ঘটনায় ওই বাসের আরও ২০ যাত্রী আহত হন। গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরফ্যাশন, ভোলা ॥ চরফ্যাশন- চেয়ারম্যান বাজার সড়কে রাড়ির দোকানের কাছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় যাত্রীবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে যোবায়ের (৮) নামে এক স্কুলছাত্রের প্রাণ গেল। নিহত যোবায়ের দক্ষিণ মাদ্রাজ গ্রামের ফয়েজ উল্লাহর ছেলে। সে দক্ষিণ মাদ্রাজ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। কিশোরগঞ্জ ॥ সড়ক দুর্ঘটনায় আরমান (১৩) নামের জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে সদরের বিন্নাটী ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে কিশোরগঞ্জ-মারিয়া ইউনিয়ন সড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুুলিশ জানায়, সকালে আরমান ব্যাটারিচালিত অটোরিক্সা করে জেএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাচ্ছিল। পথে শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটি ও অটোরিক্সার সংঘর্ষ হলে আরমানসহ আরও তিনজন আহত হয়।
×