ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদিবাসী নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১০, ৯ নভেম্বর ২০১৬

আদিবাসী নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ গাইবান্ধায় আদিবাসী নেতা হত্যার প্রতিবাদে রাজশাহী, গাইবান্ধা ও শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা দ্রুত হত্যাকারীদের বিচার দাবি করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যামল হেমব্রম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম। মঙ্গলবার বেলা ১১টা থেকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি হেমন্ত মাহাতোর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, ওয়ার্কার্স পার্টির মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস প্রমুখ। গাইবান্ধা ॥ আদীবাসী সাঁওতালদের ওপর পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীর আক্রমণ ও বাড়িঘর জ্বালিয়ে দেয়া, গুলি করে আদিবাদী হত্যার প্রতিবাদে মঙ্গলবার শহরের ১নং ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, ওয়াজিউর রহমান রাফেল, মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সুকুমার চন্দ্র, ময়নুল কবীর ম-ল, ছাদেকুল ইসলাম, প্রতিভা সরকার ববি, আলী আজম, ছাদেকুল ইসলাম গোলাপ, প্রবীর চক্রবর্তী, অঞ্জলী রানী, তপন দেবনাথ প্রমুখ। শেরপুর ॥ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের বাগদা ফার্মে ভূমি রক্ষার আন্দোলনে পুলিশের গুলিতে সাঁওতাল নেতা শ্যামল হেমব্রত হত্যার ঘটনার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথ বাজার সড়কে পৌর টাউন হলের সামনে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (এইচআরডি) ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলাইমান আহমেদ, সাধারণ সম্পাদক গাজী সাইফুল ইসলাম, জনউদ্যোগ সদস্যসচিব হাকিম বাবুল, আদিবাসী সংগঠক সুমন্ত বর্মণ, এইচআরডি আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র বর্মন, শান্ত মিয়া প্রমুখ। হিজড়াদের সেমিনার নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৮ নবেম্বর ॥ হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নবিষয়ক সেমিনার মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে সেমিনারে হিজড়াদের জীবনমান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। জেলা সমাজসেবা উপ-পরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস। আরও বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, সহকারী পরিচালক কামরুজ্জামান, হিজড়াদের মধ্যে কাজী লিংকন, রাজু প্রমুখ। কৃষিযন্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ৮ নবেম্বর ॥ দ্বীপ উপজেলা হাতিয়ায় মৌসুমী কৃষকদের মধ্যে মঙ্গলবার সকালে পাওয়ারটিলার ও কৃষিযন্ত্রপাতি বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র একেএম ইউছুপ আলী ও উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ মঈনউদ্দিন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হাতিয়ার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কৃষক সংগঠনের প্রধানদের নিকট ৯টি পাওয়ারটিলার ও একটি ধান কাটার যন্ত্র বিতরণ করা হয়।
×