ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী জুনে নাভানা সিএনজির এলপিজি প্রকল্প উৎপাদনে যাবে

প্রকাশিত: ০৪:০৫, ৯ নভেম্বর ২০১৬

আগামী জুনে নাভানা সিএনজির এলপিজি প্রকল্প উৎপাদনে যাবে

আগামী বছরের জুনে উৎপাদনে যেতে পারে নাভানা সিএনজির এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) প্রকল্প। এখন প্রকল্পে মেশিনারি স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান শফিউল ইসলাম। মঙ্গলবার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কোম্পানির ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন। শফিউল ইসলাম বলেন, নাভানা সিএনজি দীর্ঘকাল ধরে দেশের সিএনজি খাতে সেবা দানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কোম্পানির ব্যবসা বহুমুখীকরণের ফলে যা আরও তরান্বিত হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার সোনালি আঁশের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালি আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, কোম্পানি ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৫৯ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২২৪ টাকা ৫৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×