ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

প্রকাশিত: ০৪:০৪, ৯ নভেম্বর ২০১৬

প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বে-মেয়াদী প্রাইম ফাইন্যান্স সেকেন্ড মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার কমিশনের ৫৮৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়। সূত্র জানায়, মিউচুয়াল ফান্ডের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ২০ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩০ কোটি টাকা। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। এর অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সম্পদ ব্যবস্থাপক প্রাইম ফাইন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। মেশিনারিজ কিনতে এলসি খুলছে জাহিন স্পিনিং অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং নতুন মেশিনারিজ আমদানি করতে লেটার অব ক্রেডিট (এলসি) খুলেছে। কোম্পানি নতুন মেশিনারিজ আমদানি করতে সোমবার এলসি খুলেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, জাহিন স্পিনিং নতুন পাঁচটি যন্ত্রপাতি আমদানি করবে। এর মধ্যে রয়েছে নতুন ব্রান্ডের গ্যাস জেনারেটর, বাস বার ট্রাংকিং সিস্টেম, নতুন ব্রান্ডের কম্প্রেসার মেশিন, কার্ড রুম মেশিন ও ল্যাবরেটরি টেস্টিং যন্ত্রপাতি। এ সব মেশিন জার্মানি ও ইন্ডিয়া থেকে আমদানি করা হবে। নতুন মেশিনের মাধ্যমে মসৃণভাবে সুতা তৈরি করতে ১৫ হাজার ৪৮০টি নতুন স্পিন্ডাল স্থাপন করা হবে। উল্লিখিত পাঁচটি মেশিনের এলসি মূল্য হবে ৩ কোটি ৮০ লাখ টাকা।
×