ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনিয়ম করায় ২ ব্রোকারেজ হাউসকে সতর্ক করল বিএসইসি

প্রকাশিত: ০৪:০৪, ৯ নভেম্বর ২০১৬

অনিয়ম করায় ২ ব্রোকারেজ হাউসকে সতর্ক করল বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ আইন ভঙ্গের ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রেকহোল্ডার আরেনা সিকিউরিটিজ ও হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজকে সতর্ক করেছে বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার কমিশনের ৫৮৭তম সভায় সতর্কপত্র ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জানা গেছে, আরেনা সিকিউরিটিজ অনুমোদিত প্রতিনিধির আত্মীয়ের নামে পরিচালিত বিও হিসাবে নেগেটিভ ব্যালেন্স প্রদান করার মাধ্যমে কমিশন ডিরেক্টিভ এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ তারিখ ২৩-৩-২০১০ আইনের ভঙ্গ হয়েছে। গ্রাহকের হিসাবে তহবিল ঘাটতি থাকার কারণে কিছু বিনিয়োগকারীকে অর্থ প্রদান করার মাধ্যমে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর দ্বিতীয় তফসিলের বিধি ১-এর লঙ্ঘন করেছে। প্রতিষ্ঠানটি ক্যাশ হিসাবে মার্জিন সুবিধা প্রদানের মাধ্যমে মার্জিন রুলস, ১৯৯৯ এর সেকশন ৩(২) এর লঙ্ঘন করেছে। অন্যদিকে হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজ বিনিয়োগকারীকে নেট ক্যাপিটাল ব্যালেন্সের ২৫ শতাংশ অতিরিক্ত মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে মার্জিন রুলস ১৯৯৯-এর সেকশন ৫(১) লঙ্ঘন করেছে। নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ সুবিধা প্রদান করার মাধ্যমে কমিশনের নির্দেশনা এসইসি/সিএমআরআরসিডি /২০০১-৪৩/১৬৯ তারিখ ১-১০-২০০৯ লঙ্ঘন করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি কনসলিডেটেড কাস্টমার এ্যাকাউন্টে প্রায় ৩ কোটি টাকা ঘাটতির মাধ্যমে সিকিউটিরিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুলস ৮এ (১)এবং (২) লঙ্ঘন করেছে। পাশাপাশি সিকিউটিরিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর দ্বিতীয় তফসিলের বিধি ১ ও ৬ এর লঙ্ঘন করেছে।
×