ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইন ভঙ্গে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বিএসইসির

প্রকাশিত: ০৪:০৪, ৯ নভেম্বর ২০১৬

আইন ভঙ্গে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বিএসইসির

অর্থনৈতিক রিপোর্টার ॥ আইন ভঙ্গের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটি আইন ভঙ্গের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টেকহোল্ডার সালতা ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার কমিশনের ৫৮৭তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, প্রতিষ্ঠানটি কনসলিডেটেড কাস্টমার এ্যাকাউন্টের ঘাটতির মাধ্যমে সিকিউটিরিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭-এর রুলস ৮এ (১) এবং (২) লঙ্ঘন করেছে। সিকিউটিরিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর দ্বিতীয় তফসিল-এর বিধি ১ ও ৬-এর লঙ্ঘন করেছে। প্রতিষ্ঠানটি কতিপয় শেয়ার শর্ট সেল করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্ট-সেল) রেগুলেশন ২০০৬ এর ৪(১) লঙ্ঘন করেছে। গ্রাহকের সঙ্গে লেনদেনের বিপরীতে ৫ লাখ টাকার বেশি নগদ জমা প্রদানের মাধ্যমে সুবিধা দেয়ায় সিকিউটিরিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুলস ৮এ(১) (সিসি) লঙ্ঘন করেছে। এছাড়া বিনিয়োগকারীকে কনফারমেশন নোট প্রদানের মাধ্যমে সিকিউটিরিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুলস ৪ (৫) লঙ্ঘন করেছে। এসব আইন ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অন্যদিকে আইন ভঙ্গের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টেকহোল্ডার সিএমএসএল সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা করেছে। জানা গেছে, প্রতিষ্ঠানটি নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয় বিক্রয়ে নেটিং সুবিধা প্রদান করার মাধ্যমে কমিশনের নির্দেশনা এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তারিখ ১-১০-২০০৯ এবং এসইসি/ এসআরএমআইডি /৯৪-২৩১/১৬৪০ তারিখ ৩১-০১-২০০৮ লঙ্ঘন করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি নেট ক্যাপিটাল ব্যালেন্সে বিভ্রান্তিমূলক তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭ এর রুলস ২(বিবি) লঙ্ঘন করেছে। এসব আইন ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
×