ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৬৪৩ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:০৩, ৯ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে ৬৪৩ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে ৬৪৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। যদিও উভয় বাজারেই বেশিরভাগ কোম্পানির দর কমেছে। তবে বড় মূলধনী কিছু কোম্পানির দর বাড়ার কারণে সার্বিক সূচকে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে আগের দিনের তুলনায় ৯ কোটি ৭৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কনফিডেন্ট সিমেন্ট, ডরিন পাওয়ার, শাশা ডেনিমস, পাওয়ার গ্রীড, সাইফ পাওয়ার টেক, মবিল যমুনা, স্কয়ার ফার্মা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কাসেম ড্রাইসেল ও আর্গন ডেনিমস। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : পাওয়ার গ্রীড, শাশা ডেনিমস, কনফিডেন্ট সিমেন্ট, ইয়াকিন পলিমার, সোনালী আঁশ, স্টাইল ক্রাফট, সাইফ পাওয়ার টেক, ন্যাশনাল টি, ইস্টার্ন ক্যাবলস ও তুং হাই নিটিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : কে অ্যান্ড কিউ, রহিমা ফুড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, স্ট্যান্ডার্ড সিরামিক, এপ্রেক্স স্পিনিং, এশিয়া প্যাসিফিক, জেমিনি সী ফুড, ডরিন পাওয়ার, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড ও প্রাইম লাইফ মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কনফিডেন্ট সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, ডরিন পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, সিভিও পেট্রো কেমিক্যাল, একমি ল্যাবরেটরিজ ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
×