ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাসুদ আজহার প্রশ্নে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার সমালোচনায় ভারত

প্রকাশিত: ০৪:০৩, ৯ নভেম্বর ২০১৬

মাসুদ আজহার প্রশ্নে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার সমালোচনায় ভারত

নিরাপত্তা পরিষদ নিজের ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় বিবেচনা করতে মাসের পর মাস নেয়ায় ভারত পরিষদের সমালোচনা করেছে। জইশ-ই-মোহাম্মদ (জেএইএম) প্রধান মাসুদ আজহারের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপে ভারতের উদ্যোগ ‘টেকনিক্যাল কারণে স্থগিত’ রাখার কারণেই স্পষ্টত এ সমালোচনা করা হয়। খবর পিটিআইয়ের। জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সৈয়দ আকবর উদ্দিন রবিবার বলেন, নিরাপত্তা পরিষদের নিজস্ব ‘অবাস্তব কল্পনা ও রাজনীতি’র গোলকধাঁধায় আটকা পড়ে গেছে। তিনি সন্ত্রাসী সংগঠনগুলোর নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে অসমর্থ হওয়ায় পরিষদের সমালোচনা করেন। তিনি বলেন, প্রতিদিন কোন না কোন অঞ্চলে সন্ত্রাসীদের কর্মকা-ে আমাদের বিবেক ব্যথিত হচ্ছে। অথচ নিরাপত্তা পরিষদের নিজের ঘোষিত সন্ত্রাসী সংগঠনের নেতাদের আর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা তা ভেবে দেখতে ৯ মাস সময় নিচ্ছে। তিনি জাতিসংঘ দফতরে নিরাপত্তা পরিষদে সুষম প্রতিনিধিত্ব ও সদস্য সংখ্যা বৃদ্ধি সম্পর্কিত এক অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। চলতি বছরের প্রথম দিকে চীন জাতিসংঘকে দিয়ে আজহারকে সন্ত্রাসী বলে তালিকাভুক্ত করতে ভারতের উদ্যোগ ‘টেকনিক্যাল কারণে’ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়ে দিয়েছিল। আপাতত বন্ধ হচ্ছে না এনডিটিভি ভারতের হিন্দী সংবাদ চ্যানেল এনডিটিভি ইন্ডিয়াকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একদিনের জন্য বন্ধ রাখার যে নির্দেশ সরকার দিয়েছিল তা আপাতত মুলতবি করা হয়েছে। একই সঙ্গে ওই নির্দেশের বিরুদ্ধে ভারতের সুপ্রীমকোর্টে এনডিটিভির দায়ের করা একটি আবেদনের মঙ্গলবার শুনানি হয়েছে। খবর বিবিসির। এবছর জানুয়ারি মাসে পাঠানকোটের বিমান ঘাঁটিতে জঙ্গী হামলার প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা বিঘিœত হতে পারে, এমন কিছু তথ্য প্রকাশ করেছিল এনডিটিভি। এই অভিযোগে মঙ্গলবার মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা চ্যানেলটির সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে এনডিটিভি কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রাথমিক নোটিসের জবাবে এনডিটিভি যে বক্তব্য পেশ করেছিল, তা ভাল করে খতিয়ে দেখা হয়নি বলে চ্যানেলটি জানিয়েছে। এনডিটিভি আগেই বলেছিল যে ওই প্রতিবেদনে তারা এমন কোন তথ্য দেয়নি যা অন্য চ্যানেলগুলোতে দেখানো হয়নি। প্রতিবেদন সম্প্রচারের দিন সরকারের এক মুখপাত্রই ওইসব তথ্য সব সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। দিল্লীর দূষণ রুখতে দিল্লীর দূষণ কমাতে সোমবার ২৫ লাখ লিটার পানি ঢেলে ভেজানো হয় রাস্তাঘাট ও গাছপালা। উদ্দেশ্য রাস্তা ও গাছপালায় জমে থাকা ধুলো যাতে আর বাতাসে মিশতে না পারে। শহরের সবগুলো প্রধান রাস্তা ভেজাতে নয়াদিল্লী মিউনিসিপাল কাউন্সিল ও দিল্লী জল বোর্ডের সহায়তায় পিডব্লিউডি এজন্য ২৫০টির বেশি ট্যাঙ্কার ব্যবহার করেছে। -টাইমস অব ইন্ডিয়া শিশুর একাকিত্ব দূর করতে অতিরিক্ত পড়াশোনার চাপ, খেলাধুলার অভাব, বিভিন্ন পারিবারিক সমস্যা শিশুদের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তারা তখন একাকিত্বে ভোগে। গবেষকেরা বলছেন, শিশুদের মন ভাল রাখার উপায় হলো গান শোনা। গান শুনলে মন ভাল থাকে। মনের আবেগ প্রকাশিত হয়। এক সমীক্ষায় দেখা গেছে, ৮ থেকে ১৬ বছর বয়সী শিশু ও কিশোরদের মিউজিক থেরাপি দেয়ার পর তাদের আত্মবিশ্বাস বেড়েছে, মানসিক কষ্ট দূর হয়েছে, তারা অনেক বেশি প্রাণোচ্ছ্বল হয়েছে। মিউজিক থেরাপি ওষুধকেও হার মানিয়েছে। -জি নিউজ
×