ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী ওর্তেগা

প্রকাশিত: ০৪:০২, ৯ নভেম্বর ২০১৬

প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী ওর্তেগা

নিকারাগুয়ার নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ নিয়ে দশটির প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পেলেন তিনি। সোমবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এদিকে বিরোধী দল ও যুক্তরাষ্ট্র এ নির্বাচনের নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র। নিকারাগুয়ার নির্বাচন পরিষদ জানায়, ইতোমধ্যে ৯৯ দশমিক ৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৭০ বছর বয়সী সাবেক মাওবাদী এ বিদ্রোহী ৭২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী ডানপন্থী লিবারেল কনস্টিটিউশনালিস্ট পার্টির ম্যাক্সিমিনো রদ্রিগুয়েজ মাত্র ১৫ শতাংশ ভোট পেয়েছেন। ওর্তেগার বিরুদ্ধে বিরোধী দলের ক্ষমতা সীমিত করতে আদালত ব্যবহার করার অভিযোগ রয়েছে। বিগত ৩৭ বছরের মধ্যে ২০ বছর ধরে ওর্তেগা নিকারাগুয়া শাসন করে আসছেন। এদিকে দেশটির বিরোধী দল ও যুক্তরাষ্ট্র প্রহসনের এ নির্বাচনের কঠোর সমালোচনা করেছে। মহাত্মা গান্ধীর নাতি রামদাস গান্ধী মারা গেছেন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর নাতি কানু রামদাস গান্ধী সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। গত কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গুজরাটের সুরাটে এক বেসরকারী হাসপাতালে সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মার্কিন মহাকাশ সংস্থা নাসার সাবেক বিজ্ঞানী শেষ জীবন কাটিয়েছেন স্ত্রী শিবলক্ষ্মীর সঙ্গেই। ১৯৩০ সালে ঐতিহাসিক ডান্ডি লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর লাঠির শেষ প্রান্ত ধরে সামনে এগিয়ে চলছিল এক শিশু। সেই ছবি এখনও সমান ভাবেই জনপ্রিয়। সেই শিশুই ছিলেন কানু গান্ধী। -হিন্দু
×