ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতাপন্থী দুই রাজনীতিকের জন্য আইনপরিষদে আসন গ্রহণ নিষিদ্ধ চীনের

গুরুতর রাজনৈতিক সঙ্কটে হংকং

প্রকাশিত: ০৪:০১, ৯ নভেম্বর ২০১৬

গুরুতর রাজনৈতিক সঙ্কটে হংকং

চীন হংকংয়ের দু’স্বাধীনতাপন্থী রাজনীতিকের জন্য আইনসভায় অংশগ্রহণ নিষিদ্ধ করায় গুরুতর রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। খবর গার্ডিয়ান অনলাইনের। বেজিং বলেছে, ইয়াউ ওয়াইচিং ও সিক্সটাস ‘ব্যাতিও’ লিউং নামের ঐ রাজনীতিক আইনসভার সদস্যপদের দায়িত্ব পালন করতে পারবেন না। খুবই বিতর্কিত এ পদক্ষেপ চীনের ভূখ- থেকে আরও স্বায়ত্তশাসনের দাবিতে ক্রমবর্ধমান আন্দোলনের প্রতি এক আঘাত। ঐ রুলিং সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের রাস্তায় রাস্তায় নতুন করে বিক্ষোভের জন্ম দেবে বলে মনে হয়। এটি ১৯৯৭ সালে হংকং চীনের শাসনাধীনে ন্যস্ত হওয়ার পর ভূখ-টির আইন-ব্যবস্থায় বেজিংয়ের সবচেয়ে প্রত্যক্ষ হস্তক্ষেপ। গত মাসে এক গোলযোগপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠানে ইয়াউ ও লিউং বেজিংয়ের প্রতি ভ্রুকুটি দেখিয়ে চীনের প্রতি তাদের আনুগত্য প্রদর্শন করতে অস্বীকার করেন এবং ‘হংকং চীন নয়’ লেখা নীল পতাকা বহন করেন। ঐ দু’জনের শপথগ্রহণ বাতিল এবং তারা আবার শপথ নিতে পারবেন বলে চীনের আইনসভা ঘোষণা করে। এর এক দিন আগে বেজিংয়ের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক শহরের রাস্তায় রাস্তায় মিছিল করে। আইনসভা জানায়, যারা সরকারী পদ গ্রহণ করতে চান, তারা অবশ্যই চীনের প্রতি আন্তরিকতা ও সশদ্ধচিত্তে আনুগত্য ঘোষণা করবেন। শহরের মিনি-সংবিধান বেসিক ল’ অনুযায়ী, আইন পরিষদের সদস্যরা অবশ্যই গণপ্রজাতন্ত্রী চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রতি আনুগত্যের শপথ নিবেন। চীনা পার্লামেন্টের বেসিক ল’ কমিটির চেয়ারম্যান লি যোই এক সংবাদ সম্মেলনে ঐ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি তখন বলেন, আইন-পরিষদের নির্বাচন হওয়ার পর কোন কোন ব্যক্তি স্বাধীনতার সমর্থন করছেন এবং তারা পরিষদে তা করতে চান বলে জানাচ্ছেন। তিনি বলেন, আজকের ব্যাখ্যা জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সহায়ক হবে। ঐ সিদ্ধান্ত হংকংয়ের উত্থাপিত আরও স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবি স্তব্ধ করে দেবে মনে হয় না। হংকংয়ের গণতন্ত্রপন্থী শিবিরের প্রবীণ সদস্য এমিলি লাউ বলেন, বেজিং তিব্বত ও জিনজিয়াংয়ের মতে অঞ্চলগুলোতে স্বাধীনতার দাবি ছড়িয়ে পড়তে পারে বলে ভয় পেয়েই হংকংয়ের বিষয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। ওই দুটি অঞ্চলে কমিউনিস্ট পার্টির শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিরোধ সংগ্রাম চলছে। হংকংয়ের ডেমেক্র্যাটিক পার্টির চেয়ারওম্যান লাউ বলেন, লিউং ও ইয়াউকে আইন পরিষদে তাদের আসন গ্রহণ করা থেকে বিরত রেখে বেজিং হংকংয়ের স্বাধীনতা আন্দোলনকে অঙ্কুরেই বিনষ্ট করার আশা করছে।
×