ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিশিগান, নিউ হ্যাম্পশায়ার ও ফিলাডেলফিয়ায় ঝটিকা সফর

হিলারির জন্য শেষ দিনও প্রচার চালান ওবামা

প্রকাশিত: ০৪:০১, ৯ নভেম্বর ২০১৬

হিলারির জন্য শেষ দিনও প্রচার চালান ওবামা

নির্বাচনী প্রচারের শেষ দিন সোমবার হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ান। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাও হোয়াইট হাউসে অলস সময় পার করেননি। তিনি এদিন মিশিগান, নিউ হ্যাম্পশায়ার ও ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে ক্যাম্পেন চালান। সঙ্গে ছিলেন ফাস্টলেডি মিশেল ওবামা। খবর নিউইয়র্ক টাইমসের। মিশিগানে ৯০ হাজার লোকের সমাবেশে ওবামা বলেন, ‘মিশিগানবাসী আমরা আর একটি দিন পেয়েছি, আর একটি দিন।’ শেষ দিনের প্রচারাভিযান ওবামার জন্য ছিল অনেকটা স্মৃতিচারণমূলক। তিনি ফিরে যান আট বছর আগের সেই দিনটিতে। দীর্ঘ প্রচার যুদ্ধ শেষে ওই দিন তিনি ক্যাম্পেন শেষ করেন। সোমবার মিশিগানে তিনি বলেন, ‘আজ আমি আপনাদের কাছে শেষবারের মতো ভোট চাইতে এসেছি। সম্ভবত আমার জীবনের শেষ ক্যাম্পেন।’ তবে ওবামার এদিনের উদ্দেশ্য ছিল হিলারির হাতকে শক্তিশালী করা। ওবামা চান যে মূল্যবোধ ও আদর্শ তাকে একবার জিতিয়েছিল হিলারির বেলাতেও তেমনটি হোক। ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আট বছরে আপনাদের কাছে যে বিশ্বসযোগ্যতা অর্জন করেছি তার সূত্র ধরে বলছি, এ বিষয়েও আপনারা আমার প্রতি আস্থা রাখুন।’ তিনি এর মাধ্যমে ডেমোক্র্যাটিক প্রার্র্থীকে ভোট দেয়ার কথা বলেন। ওবামা বলেন, ‘আমি এর মধ্যে ভোট দিয়েছি। আমি হিলারিকে ভোট দিয়েছি। কারণ তিনি প্রেসিডেন্ট হলে দেশ একটি ভাল নেতৃত্ব পাবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে না বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এ বিষয়ে মঙ্গলবার আপনারা সিদ্ধান্ত দেবেন।’ নস্টালজিক আবেগ এক পাশে রেখে বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, ‘পরমাণু অস্ত্রভা-ারের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাত তুলে দিয়ে আমরা কখনোই নিশ্চিন্ত থাকব না।’ ওবামা বলেন, ট্রাম্প এমন এক ব্যক্তি যাকে বিশ্বাস করা যায় না। যাকে তার নিজের লোকেরাই বিশ্বাস করে না দেশবাসী কিভাবে তাকে পরমাণু অস্ত্রের ব্যাপারে বিশ্বাস করবে। ট্রাম্প এতটা বদমেজাজী যে তার ঘনিষ্ঠ কর্মকর্তারা তাকে সোশাল মিডিয়া ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। ওবামা বলেন, ‘ট্রাম্প একজন খামখেয়ালি মানুষ, তিনি কমান্ডার ইন চীফ হওয়ার হওয়ার পুরোপুরি অযোগ্য। তিনি আমেরিকার শীর্ষ ক্ষমতাধর নির্বাহী হতে পারেন না।’ মিশিগান থেকে এয়ার ফোর্স ওয়ানে করে ওবামা যান নিউ হ্যাম্পশায়ারে। সেখানে তিনি বলেন, ‘ইতিহাসকে সঠিক পথে পরিচালনার জন্য সিদ্ধান্ত নেয়ার এমন সুযোগ খুব বেশি আপনাদের সামনে আসবে না। সুযোগ যখন পাওয়া গেছে একে সঠিকভাবে কাজে লাগান।’ ফিলাডেলফিয়া ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে ওবামা হিলারিকে একজন অসাধারণ দেশপ্রেমিক আখ্যা দিয়ে তাকে ভোট দেয়ার অনুরোধ জানান। সেখানে প্রথমে মিশেল প্রথমে বক্তৃতা করেন। তিনি বলেন, ‘বিভিন্ন কারণে আজকের এই সমাবেশ আমার জন্য আবেগময় একটি ব্যাপার। মঙ্গলবারের নির্বাচনে ভোট দেয়ার মতো একজন যোগ্য প্রার্থীই আছেন, তিনি হলেন আমাদের বন্ধু হিলারি ক্লিনটন।’ এই সমাবেশে হিলারির স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপস্থিত ছিলেন।
×