ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডেসটিনি এমডি ও চেয়ারম্যানকে শর্তসাপেক্ষে জামিনের সুপারিশ

প্রকাশিত: ০৮:৪৫, ৮ নভেম্বর ২০১৬

 ডেসটিনি এমডি ও চেয়ারম্যানকে শর্তসাপেক্ষে জামিনের সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ তিন হাজার কোটি টাকা জমা দেয়ার শর্তে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের মানিলন্ডারিং মামলায় জামিনের বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। তবে ওই টাকা কোন প্রক্রিয়ায় জমা দেয়া হবে তার একটি লিখিত প্রতিবেদন দাখিল করার জন্য আসামিপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছে আদালত। জামিনের বিরুদ্ধে করা দুদকের লিভ-টু আপীলের ওপর শুনানিতে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে) সিনহার নেতৃত্বে আপীল বেঞ্চ এই নির্দেশনা দেয়। অন্যদিকে রাজধানীর বনানীতে অবস্থিত পূর্ব পাকিস্তানের সাবেক গবর্নর মোনায়েম খানের বাড়ির একাংশ ভেঙে ফেলার উপর স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট।
×