ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে হিন্দুদের ওপর হামলায় মার্কিন কংগ্রেস সদস্য গ্রেস মেংয়ের উদ্বেগ

প্রকাশিত: ০৮:০৮, ৮ নভেম্বর ২০১৬

নাসিরনগরে হিন্দুদের  ওপর হামলায় মার্কিন কংগ্রেস সদস্য গ্রেস মেংয়ের উদ্বেগ

বিডিনিউজ ॥ বাংলাদেশে বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গ্রেস মেং। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এমন সহিংসতা এবং ধ্বংসাত্মক কার্যকলাপ কারও সহ্য করা উচিত নয়।’ ফেসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট করা হয়। এর পাঁচ দিনের মাথায় শুক্রবার ভোরে কয়েকটি হিন্দু বাড়ি ও মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া যশোর, নেত্রোকোনা, গাজীপুর, ঝালকাঠি, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে গত এক সপ্তাহে, যা নিয়ে ভারতের পক্ষ থেকেও উদ্বেগ জানানো হয়েছে।
×