ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ভাষা ও সাহিত্য

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৫, ৮ নভেম্বর ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১.কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দরের আদি কবি হলেন- ক) কবি কঙ্ক খ) ময়ূর ভট্ট গ) আদিরুপরাম ঘ) রূপরাম চক্রবর্তী ২. সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ক) ঐতরেয় আরণ্যক খ) রঘু বংশ কাব্য গ) উপনিষদ ঘ) ত্রিপিটক ৩. কোনটি দ্রাবিড় ভাষা শব্দ- ক) গঙ্গা খ) ঝিঙ্গা গ) খোকাখুকি ঘ) ডাঙ্গা ৪.ডানপাশ থেকে লেখা শুরু হয় কোন লিপির- ক) ব্রাহ্মী লিপি খ)খরোষ্ঠীলিপি গ) কুটীল লিপি ঘ) তিব্বতী লিপি ৫. চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম কী? ক) চর্চাচর্যবিনিশ্চয় খ) বৌঙ্কগান গ) দোহা ও বৌঙ্কগান ঘ) কীর্তিচন্দ্র ৬.‘প্রাকৃত পৈঙ্গল’ কোন যুগের রচনা? ক) প্রাচীন যুগ খ) মধ্যযুগ গ) আধুনিক যুগ ঘ) উত্তর আধুনিক যুগ ৭. ‘কাকিল্য’ গ্রামের সাথে জড়িত কোন সাহিত্য? ক) শ্রীকৃষ্ণকীর্তন খ) মনসামঙ্গল গ) চর্যাপদ ঘ) চ-ীমঙ্গল ৮.‘ধনপতি’ চরিত্রের উল্লেখ আছে কোন সাহিত্যে? ক) চ-ীমঙ্গল খ) মনসামঙ্গল গ) কালিকামঙ্গল ঘ) ধর্মমঙ্গল ৯.‘পেড়ো’ গ্রামে জন্মগ্রহণ করেন- ক) ভারতচন্দ্র রায়গুণাকার খ) ময়ূরভট্ট গ) কবি বিলহন ঘ) সাবিরিদ খান ১০.‘শ্রী চৈতন্য চরিতামৃত’ জীবনী গ্রন্থ রচিত করেনÑ ক) কৃষ্ণদাস কবিরাজ খ) গোবিন্দ দাস গ) জয়ানন্দ ঘ) লোচন দাস ১১.প্রথম মহিলা কবি চন্দ্রাবতী অনুবাদ করেনÑ ক) মহাভারত খ) রামায়ণ গ) ভাগবত ঘ) কোনটিই নয় ১২.‘আমির হামযা’ কাব্যগ্রন্থের রচনা করেনÑ ক) দৌলত কাজী খ) বাহরাম খান গ) আলাওল ঘ) ফকীর গরীবুল্লাহ ১৩.কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান? ক) পদ্মাবতী খ) বিদ্যাসুন্দর গ) জয়চন্দ্র চন্দ্রাবতী ঘ) পদ্মিনী উপাখ্যান ১৪.লোককথা কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ১৫.‘কাঁচড়াপাড়া‘য়’ জন্মগ্রহণ করেন কেÑ ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত খ) রাজা রামমোহন রায় গ) মদনমোহন ঘ) প্রমথ চৌধুরী ১৬.‘লাহিনীপাড়া’ গ্রামে জন্মগ্রহণ করেনÑ ক) মীর মশাররফ হোসেন খ) প্যারীচাঁদ মিত্র গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৭.‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থের লেখক কে? ক) সুধীন্দ্রনাথ দত্ত খ) বিষ্ণ দে গ) সুকান্ত ভট্টাচার্য ঘ) আবু ইসাহাক ১৮.‘কাদম্বিনী’ চরিত্রটি পাওয়া যায় কোন উপন্যাসে? ক) মেজদিদি খ) বড়দিদি গ) চরিত্রহীন ঘ) গৃহদাহ ১৯. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে? ক) ৩০টি খ) ৩১টি গ) ২৯টি ঘ) ৩২টি ২০.করিয়াা > কইর‌্যা> করে -কিসের উদাহরণ? ক) অভিশ্রুতি খ) স্বরাগমের গ) অপিনিহিতির ঘ) অন্ত স্বরাগম ২১. স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয় -এমন উদাহরণ কোনটি? ক) পৌষ খ) কৃষক গ) কাষ্ট ঘ) বর্ষা ২২.‘ততোধিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়Ñ ক)তত+অধিক খ) তত+ধিক গ)ততঃ+অধিক ঘ) ততঃ+ধিক ২৩.‘লা’ কোন উপসর্গের উদাহরণ? ক) হিন্দি খ) ফারসি গ) আরবি ঘ) ইংরেজি ২৪.‘তারিখ’ কোন্ ভাষার শব্দ? ক) চীনা খ) ইংরেজি গ)তুর্কি ঘ) ফারসি উত্তর : ১.ক ২.ক ৩.গ ৪.খ ৫.ঘ ৬.খ ৭.ক ৮.ক ৯.ক ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.ক ২১.ক ২২.গ ২৩.গ ২৪.ঘ
×