ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা ১ম পত্র

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৪, ৮ নভেম্বর ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতা ছিলেন - ক) ম্যাজিস্ট্রেট খ) ইঞ্জিনিয়ার গ) ডাক্তার ঘ) ভূস্বামী ২. গরম তেলে ভাজলে নিমপাতা - র. মচমচে হয় রর. উপাদেয় হয় ররর. ঔষধি গুণসম্পন্ন হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩. অনেকদিন হরিহর রায়ের বাড়িটি - ক) রং করা হয় নি খ) চাল দেওয়া হয় নি গ) মেরামত করা হয় নি ঘ) বেড়া দেওয়া হয় নি ৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিক্ষকতা করেন - র. কলকাতায় রর. হুগলিতে ররর. ব্যারাকপুরে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৫. কে আদর ও সম্মান প্রত্যাশী - র. মমতাদি রর. খোকা ররর. মা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৬. কারা সকলকে দমন করতে চেয়েছিলেন? ক) সামন্ততন্ত্রের প্রবক্তরা খ) গণতন্ত্রের প্রবক্তরা গ) রাজতন্ত্রের প্রবক্তরা ঘ) ভাববাদের প্রবক্তরা ৭. হিন্দুধর্ম মতে, স্বর্গে যাওয়ার জন্য অপরিহার্য - র. পুত্রের হাতের মন্ত্রপুত আগুন রর. শ্মশানে মৃতদেহ পোড়ানো ররর. প্রশস্ত ও পর্যাপ্ত চিতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৮. “তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না, নিশার অন্ধকারে প্রদীপ জ্বালিবার মতো তৈলটুকুও সময় সময় মিলিত না।” অংশটুকু কোন গল্প বা প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে? ক) মহেশ খ) মানুষ মুহম্মদ (স) গ) দুজন বীরশ্রেষ্ঠ ঘ) অপূর্ব ক্ষমা ৯. গ্রাম ছাড়ার ব্যাপারে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল? ক) ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে খ) মজুমদার মহাশয়ের সঙ্গে গ) আচর্য মহাশয়ের সঙ্গে ঘ) সরকার মহাশয়ের সঙ্গে ১০. ‘বই পড়া’ প্রবন্ধে নিম্নলিখিত শব্দ পাওয়া যায় - র. মনপ্রাণ, হাত-পা রর. বাজিকর, প্রাণান্তকর ররর. অপকার, আত্মরক্ষা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১১. ‘আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না।’ এখানে কোন সম্প্রদায়ের শক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ক) ছোটলোক সম্প্রদায়ের খ) জমিদার সম্প্রদায়ের গ) হিন্দু সম্প্রদায়ের ঘ) মুসলিম সম্প্রদাযের ১২. ‘মুষ্টিযোগ’ মানে কী? ক) ভিক্ষাবৃত্তি খ) টোটকা চিকিৎসা গ) কৃপণ ঘ) শক্তিশালী ১৩. ‘মমতাদি’ গল্পে “আপনার রান্নার জন্য লোক রাখবেন।” - বাক্যটি দ্বারা কী বোঝায়? ক) জিজ্ঞাসা খ) তথ্য অনুসন্ধান গ) অনুজ্ঞা ঘ) বিস্ময় ১৪. দুর্গার হাতে অপু কী দেখতে পেল? ক) খরগোশের বাচ্চা খ) নারিকেলের মালা গ) ছাগল ছানা ঘ) পাখির বাচ্চা
×