ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যবসায় উদ্যোগ

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫২, ৮ নভেম্বর ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

পূর্ব প্রকাশের পর ১৬.একজন উদ্যোক্তা প্রথমত কোন কাজটি করে থাকেন? ক) বেকার সমস্যার সমাধান করেন খ) যোগ্য কর্মী নির্বাচন করেন গ) বিরাজমান সুযোগ-সুবিধা চিহ্নিত করেন ঘ) সরকারের সহায়তা নেন ১৭.বাংলাদেশের মানুষের শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের ওপর আগ্রহ কম কেন? ক) অলসতা খ) চাকরির সহজলভ্যতা গ) সরকারের কঠোর মনোভাব ঘ) প্রচলিত শিক্ষাব্যবস্থা ১৮.ব্যবসায়ের ঝুঁকি হলো- র. ঝড় রর. সাইক্লোন ররর. অপহরণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯.জাহাজ নির্মাণ শিল্পের জন্য বাংলাদেশের কোন স্থানটির নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল? ক) মংলা খ) কক্সবাজার গ) চট্টগ্রাম ঘ) পটুয়াখালী ২০.কবে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত হয়? ক) ১ জানুয়ারি খ) ২৬ এপ্রিল গ) ২৭ আগস্ট ঘ) ৩১ ডিসেম্বর ২১.কে ঝুঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করেন? ক) উদ্যোক্তা খ) সফল উদ্যোক্তা গ) শিল্পপতি ঘ) মনোবিজ্ঞানী ২২.ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণের হাতিয়ার হিসেবে বিমার সামগ্রিক উন্নয়ন বলতে কোনটিকে বোঝায়? ক) ব্যক্তি ও পারিবারিক জীবন বিমার গুরুত্বকে বোঝায় খ) অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায় গ) শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে বিমার গুরুত্বকে বোঝায় ঘ) নৌ, অগ্নি ও জীবন বিমার গুরুত্বকে বোঝায় ২৩.একজন উদ্যোক্তা বিশেষ আনন্দ পান- র.শিক্ষামূলক কাজ করতে রর. চ্যালেঞ্জমূলক কাজ করতে ররর. গবেষণামূলক কাজ করতে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র ও ররর ২৪.অংশীদারি ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি? র. আমদানি রপ্তানি ব্যবসায় রর. ঠিকাদারি ব্যবসায় ররর. পোল্ট্রি ফার্ম নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৫.মি. রহিম একজন ফটোস্ট্যাট ব্যবসায়ের মালিক। তিনি তার কর্মীদের নিয়োগদানের সাথে সাথে প্রশিক্ষণের ব্যবস্থা করলে কোন সুবিধাটি লাভ করবেন? ক) ঝুঁকি-হ্রাসকরণ খ) মোকাবেলা কৌশল নির্ণয় গ) সম্পদের সদ্ব্যবহার ঘ) সুনাম বৃদ্ধি ২৬.জনাব রহিম বেকারির মালিক। তিনি কাঁচামালের অপচয় রোধে কোন পদক্ষেপটি নিতে পারেন? ক) নতুন কর্মী নিয়োগ খ) মূলধনের পরিমাণ বৃদ্ধি গ) বিক্রয় বৃদ্ধি করা ঘ) কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা ২৭.পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে কীসের জন্যে? ক) প্রকৃত উদ্ভাবক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় খ) উদ্ভাবক যাতে অধিক মুনাফা অর্জন করতে পারে গ) উদ্ভাবক যাতে পণ্য বিক্রয় করতে পারে ঘ) উদ্ভাবক যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে
×