ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় সাড়ে তিন শ’ লোকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৪০, ৮ নভেম্বর ২০১৬

গাইবান্ধায় সাড়ে তিন শ’ লোকের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে আখ মৌসুমে বীজ আখ কাটতে গিয়ে পুলিশ শ্রমিক ও দখলদারের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্যামল হেমব্রম নিহত হয়। রোববার রাতে সাড়ে ৩শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে সোমবার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় দেখা যায়, থমথমে অবস্থা। দখলদাররা সব উচ্ছেদ অভিযানের শুরুতেই পালিয়ে গেছে। ওই এলাকায় বাড়ি-ঘরের কোন চিহ্ন নেই। তবে কোথাও কোথাও অস্থায়ী টিনের শেড ঘর নির্মাণের চিহ্নসহ পোড়া ছাই পরিলক্ষিত হয়। তবে ওই এলাকার সাঁওতালরা অভিযোগ করেছেন উচ্ছেদ অভিযান চলার পর স্থানীয় লোকজন তাদের অস্থায়ী ঘর টিন, বাঁশ এমনকি গরু-ছাগল লুটপাট করে নিয়ে গেছে। তবে সোমবার সকাল থেকে লুটপাটসহ পরবর্তী সংঘর্ষ এড়াতে সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় লোকজন এখন ওই এলাকা পাহারা দিচ্ছে। সেইসঙ্গে ওই এলাকায় পরবর্তী গোলযোগ এবং লুটপাট এড়াতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের সংঘর্ষ ও উচ্ছেদ অভিযানে সাঁওতালদের ছোড়া তীরের আঘাতে এবং পুলিশের ছোড়া গুলিতে ৮ পুলিশসহ দখলকারী সাঁওতাল ও উচ্ছেদ অভিযানে মিল শ্রমিক কর্মচারীদের মধ্যে ২৫ জন আহত হয়। কুমিল্লায় গ্যাস বের হচ্ছে নলকূপ দিয়ে নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ নবেম্বর ॥ মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার খামারগাঁও গ্রামে টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গ্যাস বের হতে থাকে। এ ঘটনায় দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছে। এদিকে গ্যাসকূপ আবিষ্কারের আশায় প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে প্রত্যন্ত ওই এলাকাটিতে। জানা যায়, জেলার গ্যাসক্ষেত্রসমৃদ্ধ মুরাদনগরে বাখরাবাদ, শ্রীকাইল ও বাঙ্গরা গ্যাসক্ষেত্র রয়েছে। এসব গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হয়ে আসছে। এরই মধ্যে বাঙ্গরা ইউনিয়নের খামারগাঁও গ্রামের প্রবাসী বাহাদুর মিয়ার বাড়িতে সোমবার সকালে চার শ্রমিক টিউবওয়েল বসানোর কাজ শুরু করে। পাইপ মাটির নিচে যাওয়ার পর বিকট শব্দে বিস্ফোরিত হয়ে অনবরত গ্যাস উদ্গীরণ হতে থাকে। এ বিস্ফোরণে তিনটি গাছের ডাল ভেঙ্গে গিয়ে পার্শ্ববর্তী ঘরের টিনের চালে পড়ে ঘরের ক্ষতি হয় এবং ওই বাড়িটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বাল্যবিয়েকে লাল কার্ড নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ নবেম্বর ॥ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্র্থী বাল্য ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখাল। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস। অভিভাবক সদস্য ফজলুল করিম মাস্টারের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ইউএনও মোহাম্মদ কবির উদ্দীন প্রমুখ। শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহণ করে। ৩৬২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৭ নবেম্বর ॥ পার্বত্য জেলা পরিষদ শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে নিজস্ব তহবিল থেকে ৪র্থ শ্রেণীর জন্য প্রাইমারি বৃত্তি প্রবর্তন করেছে। এরই আলোকে সোমবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউট মিলনায়তনে ৪র্থ শ্রেণীর কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জে এফ আনোয়ার চিনু। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
×