ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে খুবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৯, ৮ নভেম্বর ২০১৬

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে খুবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে সোমবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও দিনাজপুরের কাহারোলে সনাতন ধর্মবিশ্বাসীদের মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ ও তাদের ওপর পাশবিক হামলার প্রতিবাদে এবং সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ১১ দফা দাবি জানানো হয়। পরিষদের সভাপতি প্রফেসর ড. অনির্বাণ মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, ট্রেজারার খান আতিয়ার রহমান, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. সমীর কুমার সাধু, প্রফেসর ড. আফরোজা পারভীন, সহকারী অধ্যাপক মোঃ আবুল ফজল, সহকারী অধ্যাপক মোঃ দুলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। রাবি রাবি সংবাদদাতা জানান, সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতাযুদ্ধে হিন্দু, মুসলিম সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। এরকম একটি অসাম্প্রদায়িক দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা কখনও মেনে নেয়া যায় না। ভোলায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা ॥ প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৭ নবেম্বর ॥ ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া গ্রামের স্কুলছাত্রী আকলিমা আক্তার নাভিলাকে ধর্ষণ ও হত্যা মামলার পাঁচ দিন পরও আসামিদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। আসামিদের গ্রেফতার দাবিতে সোমবার দুপুরে সহপাঠীদের উদ্যোগে উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে গ্রামবাসী, ছাত্রছাত্রী, শিক্ষক, মাঝিরহাট বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মাসুদ, সভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি আব্দুস সালাম মাস্টার, ইউপি সদস্য মোঃ ফরিদ, প্রাক্তন ছাত্র মনির হোসেন প্রমুখ। উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আকলিমাকে গত বুধবার রাতে বাসায় একা পেয়ে স্থানীয় ইউপি সদস্যের ছেলে মাহাফুজ তার বন্ধুদের নিয়ে ধর্ষণ করে হত্যার পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। ঘটনার এক দিন পর ইউপি মেম্বার হাকিম মিঝিসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
×