ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় চার্জশীট ॥ আসামি ১০

প্রকাশিত: ০৬:৩৮, ৮ নভেম্বর ২০১৬

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় চার্জশীট ॥ আসামি ১০

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জঙ্গীদের হামলায় কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যা মামলার চার্জশীট দাখিল করেছে পুলিশ। হত্যাকা-ের সাড়ে ৭ মাস পর সোমবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এমএ ফারুক চার্জশীট দাখিল করেন। এতে ১০ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তরা হলেন, জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী, সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি, রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী, গোলাম রব্বানী ওরফে আবদুল্লা, মাহাবুব হাসান ওরফে মিলন, মোঃ হাসান ফিরোজ ওরফে মোখলেছ ও আবু নাসির ওরফে রুবেল। দেশের বিভিন্ন স্থানে নিহত খায়রুল ইসলাম ওরফে পায়েল ওরফে বাঁধন, শফিউল আলম ওরফে সোহান ওরফে আবু মুকাদিল ওরফে ডন এবং নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান ওরফে বাশিরকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অপরদিকে বিস্ফোরক উপাদানাবলী আইনে ৭ জনের নামে চার্জশীট দেয়া হয়েছে। এরা হলেন, জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী, সাদ্দাম হোসেন ওরফে চঞ্চল ওরফে রাহুল ওরফে সবুজ ওরফে রবি, রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী ও গোলাম রব্বানী ওরফে আবদুল্লার নামে চার্জশীট দাখিল করা হয়েছে। খুলনায় আটক শিক্ষকসহ ৩ জন কারাগারে পাঁচ শিশু নির্যাতন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর মজিদ সরণিতে আল কোরান মাল্টিন্যাশনাল একাডেমি নামক একটি মাদ্রাসার পাঁচ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালকসহ ৫ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় দুই শিক্ষকসহ ৩ জনকে গ্রেফতার করার পর সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম ও শিক্ষক আবু বক্কর এবং বাবুর্চি তোরাব আলী। এছাড়া প্রতিষ্ঠানের পরিচালকসহ দুই আসামি পলাতক রয়েছেন। জানা গেছে, নগরীর মজিদ সরণির আল কোরান মাল্টিন্যাশনাল একাডেমি নামক একটি মাদ্রাসার ৫ শিশু অনেক দিন ধরে যৌন নির্যাতনের শিকার হয়। বিষয়টি সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা জানতে পেরে সোনাডাঙ্গা মডেল থানাকে অবহিত করেন। এরপর সহকারী পুলিশ কমিশনার সোনালী সেনের নেতৃত্বে সোনাডাঙ্গা থানার ওসি সুকুমার বিশ্বাসসহ পুলিশের একটি টিম ওই মাদ্রাসায় রবিবার অভিযান চালায়। পুলিশ নির্যাতনের শিকার মাদ্রাসার শিশুদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান।
×