ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক লাশ উদ্ধার

পোশাককর্মীসহ তিন খুন

প্রকাশিত: ০৬:৩৮, ৮ নভেম্বর ২০১৬

পোশাককর্মীসহ তিন খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ সোনারগাঁয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই, নেত্রকোনায় পোশাককর্মীকে গলা কেটে ও ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া সিলেটে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর ঃ নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে বাড়ির সীমানা থেকে মাটি কাটার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মোসলেহ উদ্দিন (৩৭) খুন হয়েছে। ঘটনার পর থেকে ছোট ভাই খলিল পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮টায় পিরোজপুর ইউপির কান্দারগাঁও গ্রামে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কান্দারগাঁও গ্রামের মোসলেহ উদ্দিন ঘর মেরামত করার জন্য সোমবার সকাল ৮টায় তাদের বাড়ির পেছন থেকে কয়েক টুকরি মাটি আনতে যান। এ সময় তার ছোট ভাই খলিল মাটি আনতে বাধা দিলে তাদের মধ্যে প্রথমে বাগ্বিত-া হয়। পরে ছোট ভাই খলিল ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছোরা এনে বড় ভাইয়ের গলায় আঘাত করে। এতে মোসলেহ উদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা ॥ কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের উত্তর গোড়াগাঁও গ্রামের আব্দুল মোমেনকে (৫৬) দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে। সোমবার সকালে পুলিশ চেংনি গ্রামে এক গির্জার পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা চেংনি গ্রামে খ্রিস্ট ধর্মাবলম্বীর গির্জার পাশে পোশাককর্মী আব্দুল মোমেনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়। কলমাকান্দা থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, দুর্বৃত্তরা গলা, পেট এবং পুরুষাঙ্গ কেটে আব্দুল মোমেনকে হত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়া ॥ এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার রাতে পরশী আক্তার মীমের (২০) লাশ জেলা সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। নিহত গৃহবধূর মামা হুমায়ুন কবীর জানান, দুই বছর পূর্বে নরসিংদীর শাহ আলম হোসেনের মেয়ে পরশী আক্তার মীমের বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সরকারপাড়া এলাকার ইঞ্জিনিয়ার রকিব উদ্দিনের ছেলে বিপ্লব হোসেনের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। মেয়ের পরিবার আর্থিক অস্বচ্ছলতার থাকার কারণে স্বামীর পরিবারের লোকজন নির্যাতন করত। প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। গত রবিবার সন্ধ্যায় ছেলের বাবা রকিব উদ্দিন মোবাইল ফোনে নিহতের মা শাহিনা বেগমকে জানান, পরশী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে সদর হাসপাতালে এসে জানতে পারি পরশীকে মৃত অবস্থায় হাসপাতালে রেখে স্বামী বিপ্লব হোসেনসহ পালিয়ে যায় তার শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মা শাহিনা বেগম জানান, আমার মেয়ের লাশ মর্গে পড়ে রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সিলেট ॥ জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জের ইছামতি গার্লস একাডেমির নৈশপ্রহরী ময়নুল হক মনুর (৫৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সোয়া নয়টায় স্কুলের একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুন্ত অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়। স্কুলের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, আত্মহত্যার কোন কারণ আমার জানা নেই।
×