ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাঁটাই বন্ধ ও পুনর্বহালের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৮, ৮ নভেম্বর ২০১৬

ছাঁটাই বন্ধ ও পুনর্বহালের দাবিতে কর্মবিরতি, মানববন্ধন

সংবাদদাতা, বেড়া, পাবনা, ৭ নবেম্বর ॥ চাকরি থেকে ছাঁটাই বন্ধ, ছাঁটাইকৃতদের পুনর্বহাল ও চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতি, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালন করেছে পাবনা পল্লী বিদ্যুত সমিতি-২ এ কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন বিধি বাতিলেরও দাবি জানায়। সোমবার সকালে পাবনা পল্লী বিদ্যুত সমিতি-২ এ কর্মরত চুক্তিভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা কর্মবিরতি পালন করে কাশীনাথপুরে অবস্থিত প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন। এ সময় তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি সমিতির জেনারেল ম্যানেজারের কাছে দিতে গেলে তিনি তা গ্রহণ করেননি। পরে কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। বক্তব্য দেন সাইদুর রহমান, আবুল কালাম আজাদ, শরিফুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। তারা অভিযোগ করে বলেন, কতিপয় কর্মকর্তার যোগসাজশে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কোন নিয়ম না মেনে, কোন অফিসাদেশ ছাড়াই পল্লী বিদ্যুত সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের একের পর চাকরিচ্যুত করছে। পাশাপাশি চুক্তিভিত্তিক চাকরি নবায়নও করা হচ্ছে না। অনেককে কাজেও যোগ দিতে দেয়া হচ্ছে না। তারা আরও জানান, ২০১২ সালের ২০ ডিসেম্বর ৪৯৪তম পল্লী বিদ্যুতায়ন বোর্ড সভার ১২৫৯২ সিদ্ধান্ত মোতাবেক এক সমিতিতে ৯ বছর চাকরি করার পর অভিজ্ঞতার আলোকে তাদের অন্যান্য সমিতিতে ৫৫ বছর বয়স পর্যন্ত চাকরি করার বিধান রয়েছে কিন্তু তা মানা হচ্ছে নাÑ এমন পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। তারা প্রধানমন্ত্রীর কাছে ছাঁটাই বন্ধ, ইতোমধ্যে ছাঁটাই ঘোষিতদের পুনর্বহাল ও চাকরি স্থায়ী করার জন্য আবেদন জানান। পাবনা পবিস-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ছাঁটাইয়ের কোন ঘটনা ঘটেনি। নতুন করে চুক্তি নবায়ন করা হচ্ছে না। এটি পল্লী বিদ্যুতায়ন নীতিগত সিদ্ধান্ত। এতে তার করার কিছু নেই। নীলফামারী স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, ছাঁটাই বন্ধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে পল্লীবিদ্যুত সমিতির চুক্তিভিত্তিক মিটার রিডার ও বার্তাবাহক ঐক্য পরিষদ। সোমবার বেলা ১১ দিকে শহরের অদূরে সুটিবাপাড়া নামক স্থানে সমিতির জেলা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন শেষে সেখানে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন তারা। মানববন্ধন শেষে সেখানে এক সমাবেশে বক্তৃতা দেন চুক্তিভিত্তিক মিটার রিডার ও বার্তাবাহক ঐক্য পরিষদের নেতা শামীম ম-ল, আতাউর রহমান, অশোক কুমার রায়, মিজানুর রহমান, আবাদুস সাত্তার, মোতাহার হোসেন, ডালিম কুমার রায় প্রমুখ। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, সোমবার থেকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত সমিতির সামনে রাজারজাট-কুড়িগ্রাম সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অবস্থান ধর্মঘট করছে আন্দোলনকারীরা। এ সময় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের মিটার রিডার ও মেসেঞ্জার সমিতি কুড়িগ্রাম শাখার সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সদস্য সোহেল মাসুদ, মোজাহার আলী, নুর আলম প্রমুখ।
×