ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিক্ষক চালকসহ নিহত ৯

প্রকাশিত: ০৬:৩৭, ৮ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় শিক্ষক চালকসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় জামালপুরে স্কুল শিক্ষক, সাভারে দুই পথচারী, গাজীপুরে চালক, গাইবান্ধায় মোটরসাইকেল আরোহী, চট্টগ্রামে নিরাপত্তা কর্মী ও টাঙ্গাইলে ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- জামালপুর ॥ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। স্কু লশিক্ষক রফিকুল চরগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সাভার ॥ সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। জানা গেছে, এদিন দুপুরে মহাসড়কের শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হলের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস চাপায় ফিরোজ মিয়া (৩৫) নামের একটি কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়। প্রায় একই সময় শ্রীপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী (২৮) নিহত হয়। গাইবান্ধা ॥ পলাশবাড়ী উপজেলার সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় রবিবার রাতে লিটন প্রধান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। লিটন সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বাদশা প্রধানের ছেলে। গাজীপুর ॥ কালিয়াকৈরে সোমবার ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছে। নিহতের নাম চান মিয়া (২২)। সে টাঙ্গাইলের ধনবাড়ি থানার বলদিয়ারা এলাকার আঃ রহিমের ছেলে। টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকাপভ্যানটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ৈপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ॥ নগরীর আকবর শাহ থানা এলাকায় লরিচাপায় একজন নিহত হয়েছে। নিহত আমিনুল ইসলাম (৫০) বিএসআরএম কারখানার নিরাপত্তা প্রহরী। রবিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ॥ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলায় ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে মহাসড়কের রাবনা বাইপাস শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- সদর উপজেলার বড়রিয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে হামজা (২৫), একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মোকলেছ (৪৫) ও মজিবরের ছেলে সোহেল (২২)। কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন লোক মহাসড়কের রাবনা বাইপাস শিবপুর এলাকায় একটি বিকল ট্রাক ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ একটি ট্রাককে চাপা দিলে ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
×