ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে মেধা বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৬:২৬, ৮ নভেম্বর ২০১৬

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে মেধা বৃত্তি প্রদান

শিক্ষা জীবনে ভাল ফল করার জন্য ২০৬ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বেশিরভাগই ছাত্রী। রবিবার সকালে রাজধানীর আফতাব নগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। অনুষ্ঠানে ড. দিল আফরোজা বেগম বলেন, তার নিজের অধ্যায়নকালে পরাধীন দেশে মেয়েদের কোন বৃত্তি ছিল না। এখন স্বাধীন বাংলাদেশে নানা ধরনের বৃত্তি প্রদান করা হয়। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। -বিজ্ঞপ্তি নর্থ সাউথ ভার্সিটির উদ্যোগে আলোক চিত্র প্রদর্শনী একটি আলোকচিত্র সহস্রাধিক শব্দের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। প্রকাশ করে একটি সম্পূর্ণ গল্প। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আলোকচিত্রীদের তোলা নানা চিত্র বিশ্বব্যাপী স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যাপক জনমত গঠন করেছিল। ৫ নবেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আর্ট এ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীর আইআইইউপিই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একেএম মোজাম্মেল হক এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় ৫-৬ আর্ট গ্যালারিতে এ প্রদর্শনী ৫-৭ নবেম্বর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ইমদাদুল হক এবং এপেক্স বাংলাদেশ লিঃ-এর উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গিয়াস হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনএসইউ আর্ট এ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা শাহরিয়ার রাজ, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার শাহজাহান এবং জনসংযোগ বিভাগের প্রধান বেলাল আহমেদ। -বিজ্ঞপ্তি বরিশালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকের কারাদণ্ড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গ্রাহকদের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় বরিশালে গ্রামীণ ব্যাংকের রায়পাশা-কড়াপুরের সাবেক শাখা ব্যবস্থাপক ও এক কর্মকর্তাকে ১০ বছর করে কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি ২৫ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন সাবেক শাখা ব্যবস্থাপক দেলোয়ার হাসান ও কর্মকর্তা শাহ আলম। সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেলোয়ার হাসান ও সাবেক কর্মকর্তা শাহ আলম ২০১১ সালের ১০ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত দায়িত্বে থাকাকালীণ সময় নয়জন গ্রাহকের সাত বছরের দ্বিগুণ আমানত হিসাবে ১৭ লাখ ২৫ হাজার টাকা আত্মসাত করেন।
×