ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় হরিজনদের ওপর হামলা ॥ আহত ১৫

প্রকাশিত: ০৬:২৫, ৮ নভেম্বর ২০১৬

কুষ্টিয়ায় হরিজনদের ওপর হামলা ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৭ নবেম্বর ॥ হরিজন সম্প্রদায়ের ওপর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। সোমবার সকালে ভেড়ামারা শহরের বামনপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৪ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। হরিজন সম্প্রদায়ের উত্তম ও সঞ্চয় অভিযোগ করেন, ভেড়ামারা উপজেলার বামনপাড়া হরিজন সম্প্রদায় এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবলু, শামীম ও চঞ্চলসহ কয়েকজন। এ ব্যাপারে কয়েকদিন পূর্বে হরিজন সম্প্রদায়ের লোকজন তাদের বাধা দেয়াসহ বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে রবিবার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে থানা হেফাজতে নেয়। কিন্তু অজ্ঞাত কারণে রাতেই পুলিশ তাদের ছেড়ে দেয়। এ ঘটনার জের ধরে সোমবার বেলা ১১টার দিকে বামানপাড়া আজিজ বিড়ি মোড় এলাকায় হরিজন সম্প্রদায়ের সুজন নামের একজনকে মারপিট করে তার রিক্সা ভ্যান আটকিয়ে রাখা হয়। এ খবর হরিজন পল্লীতে ছড়িয়ে পড়লে তারা ঐক্যবদ্ধ হয়ে সুজনকে উদ্ধারে সেখানে ছুটে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর রড, হাতুড়ি, হকিস্টিক নিয়ে হামলা চালায়। কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক ভবন ঝুঁকিপূর্ণ রাজুমোস্তাফিজ, কুড়িগ্রাম ॥ ৯ উপজেলায় এক হাজার দুইশ ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় দুই শতাধিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবন নির্মাণ বা মেরামতের জন্য উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। দ্রুত এসব ঝুঁকিপূর্ণ ভবন মেরামত অথবা নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা না হলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। উলিপুর উপজেলার পা-ুল ইউনিয়নের বড় মহিষমুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, দুইটি ভবনের মধ্যে একটি ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এক মাস ধরে ওই ভবনে ফাটলের পাশাপাশি পলেস্তরা খসে পড়ছে। এরই মধ্যে ভবনের ছাদের দুইটি বীম ধসে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৭ নবেম্বর ॥ সোমবার দুপুরে জেলা প্রশাসক সভা কক্ষে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের অনুকূলে প্রদত্ত অনুদানের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন এডিসি (সার্বিক) শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবা মন্ত্রণালয়ের অধীন জেলার ৬০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৬ লাখ ৩৯ হাজার এবং ৭টি রোগী কল্যাণ সমিতিকে ১১ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। জঙ্গী নির্মূলে মতবিনিময় স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সোমবার দুপুরে বাল্যবিয়ে এবং মাদক, জঙ্গী ও সন্ত্রাসমুক্ত ঈশ্বরদী ঘোষণা করা হলো। উপজেলা পরিষদের পক্ষ থেকে আয়োজিত বাল্যবিয়ে মুক্ত এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এই ঘোষণা দেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেখা রাণী বালো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, ওসি আব্দুল হাই তালুকদার, স্বাস্থ্য কর্মকর্তা আসমা খানম ও জাসদ নেতা আব্দুল খালেক। উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা প্রমুখ।
×