ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উড়ছে ক্লপের লিভারপুল

প্রকাশিত: ০৬:২২, ৮ নভেম্বর ২০১৬

উড়ছে ক্লপের লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) অপ্রতিরোধ্য হয়ে উঠেছে লিভারপুল। রবিবার তারা ৬-১ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছে জার্গেন ক্লপের দল। দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে হারায় সোয়ানসি সিটিকে। তবে এদিনও হেরেছে লিচেস্টার সিটি। ওয়েস্টব্রমউইচের কাছে ২-১ গোলে লজ্জাজনকভাবে হেরেছে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। গত মৌসুমে ব্রেন্ডন রজার্সের উত্তরসূরি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাবটিতে যোগ দেন জার্গেন ক্লপ। তার অধীনে এবারই প্রথম লীগ টেবিলের শীর্ষে উঠার স্বাদ পেল লিভারপুল। এর আগে ২০১৪ সালের মে মাসে সর্বশেষ ইপিএলের শীর্ষে ছিল অলরেডরা। অর্থাৎ দীর্ঘ ৯১৬ দিন পর আবারও সেই স্থান ফিরে পেল লিভারপুল। রবিবার নিজেদের মাঠ এ্যানফিল্ডে ওয়ার্টফোর্ডকে আতিথ্য দিয়েছিল জার্গেন ক্লপের দল। ম্যাচে কোন পাত্তাই পায়নি সফরকারীরা। গোল উৎসবের শুরুটা করেন সাদিও মানে। প্রথমার্ধের ২৭ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সেনেগালের এই ফরোয়ার্ড। এরপর ফিলিপ কৌটিনহো (৩০) আর এমরি কেন (৪৩) গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধেও দুর্বার স্বাগতিকরা। গোল উদযাপনের ধারাবাহিকতা ধরে রাখে ক্লপের শিষ্যরা। ম্যাচে ৫৭ মিনিটে রবার্তো ফিরমিনো করেন দলের চতুর্থ গোল। এরপর ৬০ মিনিটে সাদিও মানে নিজের দ্বিতীয় আর দলের পঞ্চম গোল করে উচ্ছ্বাসের জোয়ারে ভাসান স্বাগতিক সমর্থকদের। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+১) অতিথি হয়ে আসা ওয়াটফোর্ডের জালে শেষ পেরেকটি ঠুকে দেন উইজনালডুম। তবে ৭৫ মিনিটে ওয়াটফোর্ডের হয়ে সান্ত¡নার একটি গোল করেন ডেরি জানমাত। দিনের অন্য ম্যাচে সোয়ানসি আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। এই ম্যাচে ডাগআউটে ছিলেন না রেড ডেভিলদের কোচ জোশে মরিনহো। নিষেধাজ্ঞার কারণে এদিন দর্শকের ভূমিকায় থাকতে হয় স্পেশাল ওয়ানকে। তবে তাকে হতাশ করেননি তার শিষ্যরা। বিশেষ করে গোল-খরায় ভুগতে থাকা জ¬াতান ইব্রাহিমোভিচ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে শেষ ছয় ম্যাচে কোন গোলের দেখা পাননি তিনি। তবে সোয়ানসি সিটির বিপক্ষে একাই দুই গোল করে স্বরূূপে ফিরেন এই সুইডিশ স্ট্রাইকার। শুধু তাই নয়, প্রিমিয়ার লীগের ইতিহাসের ২৫০০০তম গোলটিও এসেছে তার পা থেকে। পঁচিশ হাজার থেকে মাত্র ৮ গোলের দূরত্বে থেকে রবিবারের যাত্রা শুরু করেছিল ইংলিশ প্রিমিয়ার লীগ। দিনের প্রথম ম্যাচে আর্সেনাল-টটেনহ্যাম হটস্পার এরপর হালসিটি-সাউদাম্পটন এবং লিভারপুল-ওয়াটফোর্ড সেই ব্যবধানটা আরও কমায়। আর প্রিমিয়ার লীগের ইতিহাসের ২৫০০০তম গোলটি করে নিজেকে ইতিহাসের সাক্ষী করে রাখেন ম্যানচেস্টার ইউনাইটেডের জ¬াতান ইব্রাহিমোভিচ। সৌভাগ্যবান ইব্রাহিমোভিচ। সুইডিশ স্ট্রাইকার যেন ঠিক সেটাই প্রমাণ করে দেখালেন। আর গোল খরা কাটিয়ে উঠার উদযাপনটাও ছিল ভিন্ন। ঠিক কুং ফু কিক স্টাইলে! বিশ্বফুটবলে যে ক’জন স্ট্রাইকার আলো ছড়িয়েছেন ইব্রাহিমোভিচ তাদের মধ্যে অন্যতম। গত মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে তাকে দলে টেনে আনেন মরিনহো। সোয়ানসি সিটির বিপক্ষে রেড ডেভিলদের জার্সিতে অবশ্য প্রথম গোলটি করেছিলেন পল পোগবা। সোয়ানসি সিটির বিপক্ষে জয়ের ফলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের সংগৃহীত পয়েন্ট ১৮। তবে মৌসুমের প্রথম ১১ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান লিভারপুলের। দুই আর তিনে রয়েছে যথাক্রমে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ওয়েস্টব্রমউইচের কাছে এদিন হারায় ১৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে অবস্থান করছে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি। প্যারাগন গলফার্স টুর্নামেন্ট স্পোর্টস রিপোর্টার ॥ কুর্মিটোলা গলফ ক্লাবে সোমবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘প্যারাগন প্রফেশনাল গলফার্স টুর্নামেন্ট’-এর প্রথম আসর। এ আসরে অংশ নিচ্ছেন ৮০ গলফার। বাংলাদেশ পেশাদার গলফার সংস্থার সভাপতি আসিফ ইব্রাহিম টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্যারাগন গ্রুপের পরিচালক ইয়াসমিন রহমান এ সময় উপস্থিত ছিলেন।
×