ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিছিয়ে পড়েও জয় বার্সিলোনার

প্রকাশিত: ০৬:১৯, ৮ নভেম্বর ২০১৬

পিছিয়ে পড়েও জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচের আগে সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি বেশ হুঙ্কার ছেড়েছিলেন। বার্সিলোনাকে হারানোর প্রত্যয় জানিয়েছিলেন চিলিয়ান এই কোচ। রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় মুখোমুখি হয়েছিল দল দুটি। প্রথমে পেরেজ গোল করে সেভিয়া কোচের মুখে হাসিও ফোটান। কিন্তু এই হাসি স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে সেভিয়াকে ২-১ গোলে পরাজিত করে অতিথি বার্সিলোনা। ম্যাচে গোল করে কাতালানদের হয়ে ৫০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা মেসি। সেই সঙ্গে সেভিয়ার বিপক্ষে নিজের উজ্জ্বল ফর্মও ধরে রেখেছেন। আরেক ম্যাচে ভিয়ারিয়াল ২-০ গোলে পরাজিত করে রিয়াল বেটিসকে। এ্যাটলেটিকো ও সেভিয়া হেরে যাওয়ায় ১১তম রাউন্ড শেষে ভিয়ারিয়াল পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে। তাদের পয়েন্ট ২২। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। ২৭ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদ। ২১ পয়েন্ট করে নিয়ে গোল গড়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে এ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়া। সেভিয়ার বিপক্ষে তাদের মাঠে ম্যাচটা যে সহজ হবে না তা বার্সা আগেই অনুমান করেছিল। সে প্রমাণ স্বাগতিকরা মাঠের লড়াইয়েও দিয়েছে। ম্যাচের শুরু থেকেই অতিথি বার্সার রক্ষণে আক্রমণের ঢেউ বইয়ে দেন সেভিয়ার ফুটবলাররা। যার ফলশ্রুতিতে প্রথম ৫০ সেকেন্ডের মধ্যেই তারা বার্সার পোস্টে দুটি শট নেয়। তবে ম্যাচে প্রথমে ভাল সুযোগ পায় বার্সিলোনাই। নেইমারের পাস থেকে সুয়ারেজের জোরালো শট সেভিয়ার গোলরক্ষক সার্জিও রিকো রক্ষা না করলে সফরকারীরা ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত। ম্যাচের ১৫ মিনিটে পাবরো সারাবিয়ার পাস থেকে সার্জি রবার্টোর পা হয়ে বল পান মাচিন পেরেজ ভিটোলো। অসাধারণ দক্ষতায় গোল করে সেভিয়াকে এগিয়ে নেন তিনি। কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। সারাবিয়া ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন। বার্সা মার্ক-আন্দ্রে টার স্টেগান পুরোপুরি পরাস্ত হলেও সারাবিয়ার বাইরে শট মারেন। ম্যাচের ৪৩ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার এ্যাটাকে নেইমারের পাস থেকে মেসির কার্লিং শট থেকে সমতায় ফেরে বার্সিলোনা। এই গোলের মধ্য দিয়ে বার্সার হয়ে প্রীতি ম্যাচসহ ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। বিরতির আগে নিজের দ্বিতীয় গোলের প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন বার্সা জাদুকর। কিন্তু এবার বার্সা অধিনায়ককে হতাশ করেন রিকো। বিরতির পর সেভিয়ার উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বার্সা। যার ফল আসে ৬১ মিনিটে। মেসির পাস থেকে লুইস সুয়ারেজের গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। সুয়ারেজের আরেকটি প্রচেষ্টা রিকো দুর্দান্তভাবে রক্ষা না করলে জয়ের ব্যবধান বড় হতে পারত লুইস এনরিকের দলের। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলে হারে অনেকটাই বিধ্বস্ত বার্সিলোনাকে মূলত লড়াইয়ে ফেরান মেসি। যদিও প্রথমার্ধ পুরোটাই ছিল সেভিয়ার দখলে। ম্যাচ শেষে বার্সা কোচ লুইস এনরিকে বলেন, মেসির মতো কেউই দলে নেই। আর দল হিসেবে আমাদের মূল লক্ষ্যই হলো যতটা সম্ভব লিওর দিকে খেয়াল রাখা। দলের প্রয়োজনের যেকোন পজিশনে সে খেলতে পারে। মাঠে কি হচ্ছে তা সকলের কাছে ব্যাখ্যা করার তার দারুণ ক্ষমতা আছে। সেভিয়ার বিপক্ষে ম্যাচে গোল করলেও হলুদ কার্ড দেখতে হয় বার্সা তারকা সুয়ারেজকে। তবে ম্যাচ শেষে উরুগুইয়ান তারকা এ জন্য সন্তোষ প্রকাশ করেন! চলতি মৌসুমে লা লিগায় চারটি হলুদ কার্ড হজম করে সানচেজ পিজুয়ানে খেলতে নেমেছিলেন সুয়ারেজ। অর্থাৎ আরেকটি হলুদ কার্ড পেলেই নিজেদের পরবর্তী খেলায় নিষিদ্ধ হওয়া নিশ্চিত ছিল উরুগুয়ান স্ট্রাইকারের। এই সমীকরণ নিয়ে খেলতে নেমে সেভিয়া ম্যাচের শেষদিকে মৌসুমের পঞ্চম হলুদ কার্ডটি পান ২৯ বছর বয়সী এই তারকা। ফলে বার্সার হয়ে লীগের পরবর্তী ম্যাচে মালাগার বিপক্ষে খেলতে পারবেন না সাবেক লিভারপুল ফুটবলার। কিন্তু আরেকটি হলুদ কার্ড পাওয়ায় সুয়ারেজ যেন নির্ভার! কারণ এর ফলে আগামী ৩ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা নিয়ে আর শঙ্কা থাকল না। এ প্রসঙ্গে সুয়ারেজ বলেন, এই হলুদ কার্ডটি আমার জন্য খুবই স্বস্তিদায়ক। এখন রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে একেবারে নির্ভার হয়ে মাঠে নামতে পারব।
×