ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবচেয়ে লম্বা কেঁচো

প্রকাশিত: ০৫:৫৬, ৮ নভেম্বর ২০১৬

সবচেয়ে লম্বা কেঁচো

বিশ্বের সবচেয়ে লম্বা কেঁচোর সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্যে। এই কেঁচোর নাম দেয়া হয়েছে ডেভ। আয়তনে ছোটখাটো সাপকেও হার মানায়। লম্বায় প্রায় ৪০ সেন্টিমিটার (১৫.৭ ইঞ্চি) কেঁচোটি পাওয়া গেছে একটি সবজির ব্যাগে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক এমা শার্লক জানান, তিনি প্রথম যখন এই কেঁচোটিকে দেখেন তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বলেন, ‘এটা দেখে আমি অবাক হয়ে যাই। কারণ এটা শুধু লম্বাতেই বেশি নয়, ওজনও ছিল বেশি।’ বিশেষজ্ঞরা বলেছেন, অতিরিক্ত উর্বর মাটির কারণেই কেঁচোটি আয়তনে এত বড় হয়েছে। বিশ্বে এখনও পর্যন্ত যে কয়টি বিশাল দৈর্ঘ্যরে কেঁচো পাওয়া গেছে, এর মধ্যে ‘ডেভ’ অন্যতম। তাই সহজেই ‘ডেভ’ জায়গা করে নিয়েছে রেকর্ড বুকে। -ওয়ার্ল্ড নেচার নিউজ
×