ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২৯ ঘণ্টা সমুদ্রে!

প্রকাশিত: ০৫:৫৬, ৮ নভেম্বর ২০১৬

২৯ ঘণ্টা সমুদ্রে!

চারদিকে শুধু পানি আর পানি। সঙ্গী বলতে ভয়ঙ্কর হাঙর ও জেলিফিশ। মাথার উপর উড়ছে এক দল সিগাল। সামুদ্রিক জল-হাওয়ার কারণে শরীরে পানির পরিমাণ কমে যাচ্ছে। এ অবস্থায় টানা ২৯ ঘণ্টা সমুদ্রের মধ্যে ভেসেছিলেন ইন্দোনেশিয়ার বাসিন্দা ব্রেট আর্কিবাড। ২০১৩ সালে ইন্দোনেশিয়া থেকে একটি প্রমোদতরী নিয়ে আট বন্ধুর সঙ্গে বেড়াতে বের হন ব্রেট। ভ্রমণে সবকিছু ভালই চলছিল তার। কিন্তু হঠাৎ করে সবকিছু পাল্টে গেল। একদিন রাতের অন্ধকারে জ্ঞান হারিয়ে জাহাজ থেকে তিনি পড়ে যান মধ্যসমুদ্রে। তখন তার সঙ্গে ছিল না লাইফ জ্যাকেটও। ওই সময় কিভাবে বেঁচে ছিলেন ব্রেট সেটাই নিজের ডায়রিতে লিখেন তিনি। ডায়রিতে তিনি উল্লেখ করেন, হাঙর-জেলিফিশ আর সিগালের মুখ থেকে বেঁচে ফিরে আসা অসম্ভব হলেও সেদিন শুধু ইচ্ছাশক্তির কারণেই বেঁচে যান তিনি। মেনতাওয়াই স্ট্রেটের কাছে সমুদ্রে প্রায় ৫০ নটিক্যাল মাইল সাঁতার কেটেছিলেন ব্রেট। সুমাত্রা ও ইন্দোনেশিয়ার মেনতাওয়াই দ্বীপকে আলাদা করে এই মেনতাওয়াই স্ট্রেট। সিপুরা দ্বীপের কাছ থেকে ব্রেটকে তার বন্ধু ও অস্ট্রেলীয় উদ্ধারকারী দল উদ্ধার করেন। -ডেইলি মেইল
×