ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদ ফেরত পাচ্ছেন না এমপিরা

প্রকাশিত: ০৫:৫৬, ৮ নভেম্বর ২০১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদ ফেরত পাচ্ছেন না এমপিরা

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং গবর্নিং বডির বিধান অবৈধ করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপীল বিভাগ। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির পদ ফেরত পাচ্ছেন না সাংসদরা। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষসহ তিনটি লিভ টু আপীল (আপীলের অনুমতি) চেয়ে করা আবেদনও খারিজ করে দিয়েছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে আদালত এই রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। গত ১ জুন হাইকোর্ট এক রায়ে সাংসদদের শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি মনোনীত হওয়ার বিধান অবৈধ ঘোষণা করেন। এর ফলে তাদের সভাপতি পদে মনোনীত হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। সুপ্রীমকোর্টে হাইকোর্টের রায় বহাল রাখার পরে রিটকারী আইনজীবী এ্যাডভোকেট ইউনুছ আলী আখন্দ সাংবাদিকদের বলেন, এটি এক ঐতিহাসিক রায়। এর মাধ্যমে এমপিরা বিশেষ কমিটির মাধ্যমে আর সভাপতি হতে পারবেন না। যিনিই সভাপতি হোক না কেন, তাকে নির্বাচিত হয়ে আসতে হবে। আদালতের এই রায়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির সুযোগ অনেকাংশে বন্ধ হয়ে গেল বলেও মনে করেন তিনি।
×