ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোক আর শ্রদ্ধায় শায়িত হলেন ডাঃ এম আর খান

প্রকাশিত: ০৫:৫৫, ৮ নভেম্বর ২০১৬

শোক আর শ্রদ্ধায় শায়িত হলেন ডাঃ এম আর খান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অগণিত মানুষের ভক্তি ও শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু চিকিৎসায় পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান। সোমবার সকাল ১০টায় তার নিজ গ্রাম সাতক্ষীরার রসুলপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় তার শেষ জানাজা। জানাজায় অগণিত শুভানুধ্যায়ী শরিক হন। সোমবার সকাল সোয়া ১০টায় সাতক্ষীরার রসুলপুর হাইস্কুলের মাঠে ৬ষ্ঠ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সাতক্ষীরাবাসীর ভালবাসায় সিক্ত হন ডাঃ এম আর খান। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন জেলার সর্বস্তরের মানুষ। মরহুমের কফিনে পুষ্পস্তবক দিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ বলেন, শিশু চিকিৎসায় অসামান্য অবদানের জন্য ডাঃ এম আর খান চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রবাদতুল্য এই চিকিৎসকের জীবনব্যাপী কৃতিত্ব তুলে ধরেন তারা। তারা বলেন শিশু বান্ধব ডাঃ এম আর খান তার কর্মের মধ্য দিয়ে চিরদিন বেঁচে থাকবেন। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান হিসেবে নিজেকে পরিচিত করে গেছেন। নেতৃবৃন্দ তার অবিস্মরণীয় অবদান ধরে রেখে ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নেয়ার আহ্বান জানান । এর আগে সোমবার ভোরে ঢাকা থেকে তার মরদেহ সাতক্ষীরায় পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে রসুলপুর মাঠে হাজার হাজার মানুষের ভিড় জমে। শদ্ধা জানাতে হাজির হন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, পুলিশ সুপার আলতাফ হোসেন, মরহুমের চাচাত ভাই প্রখ্যাত সাংবাদিক ও কলাম লেখক আবেদ খান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা জাপার সভাপতি শেখ আজহার হোসেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরার প্রাক্তন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব ডাঃ মোঃ শহিদুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান ছাড়াও নলতা আহসানিয়া মিশন, হামদর্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শিশু হাসপাতাল, চেতনা, সাস, ওয়ার্কার্স পার্টি, প্রেসক্লাব, সাতক্ষীরা ও কলারোয়া উপজেলা চেয়ারম্যান, পিএন স্কুল ৭১ ব্যাচসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে ডাঃ এম আর খানের জন্য দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন জাতীয় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডাঃ মোঃ শহীদুল্লাহ এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন চাচাত ভাই বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান। সাতক্ষীরার এই কৃতীসন্তানকে শেষবারের মতো এক নজর দেখার জন্য সকাল থেকেই মরহুমের রসুলপুরের বাড়িতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শোকার্ত মানুষের ঢল নামে। সকাল ৯টার মধ্যেই রসুলপুর মাঠে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেয়ার জন্য হাজির হন।
×