ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডাইনি অপবাদে বছরে এক শ’ নারী হত্যা

প্রকাশিত: ০৫:৪৯, ৮ নভেম্বর ২০১৬

ডাইনি অপবাদে বছরে এক শ’ নারী হত্যা

ভারতে প্রতিবছর ডাইনি অপবাদে হত্যা করা হয় এক শ’ নারীকে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর গবেষণায় এমন চিত্রই উঠে এসেছে। ১৯৯৯ সাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী ডাইনি অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে প্রায় দুই হাজার ছয় শ’ নারীকে। সম্প্রতি ডাইনি অপবাদ দিয়ে দেশটির অসম রাজ্যে খুন করা হয়েছে আরও দুই নারীকে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১২ সালের মধ্যে ডাইনি অপবাদে হত্যা করা হয় ২,১০০ জনকে। হত্যার শিকার বেশিরভাগই নারী। এর মধ্যে ২০০২ সালে অসমে ১৩০ জন ও ছত্তিশগড় রাজ্যে হত্যা করা হয় ১৫০০ জনকে (২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত)। এছাড়া দেশটির ঝাড়খ-, হরিয়ানা ও কর্নাটক রাজ্যেও ডাইনিবিদ্যার প্রভাব রয়েছে। গবেষণায় উল্লেখ করা হয়, মূলত রাজনৈতিক উদ্দেশ্যেই ডাইনি অপবাদ দিয়ে হত্যা করা হয় এ সব নারীকে। -ইন্ডিয়া টাইমস
×