ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমান বাহিনী প্রধানের সঙ্গে জেনারেল খিন অং মিন্টের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৪:০৯, ৮ নভেম্বর ২০১৬

বিমান বাহিনী প্রধানের সঙ্গে জেনারেল খিন অং মিন্টের সৌজন্য সাক্ষাত

মিয়ানমার বিমান বাহিনীর কমান্ডার ইন চীফ (এয়ার) জেনারেল খিন অং মিন্ট বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসির সঙ্গে বিমান বাহিনী সদর দফতরে সোমবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তিনি বিমান বাহিনী প্রধানের সঙ্গে কিছু সময় কাটান এবং কুশলবিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া তারা বাংলাদেশ ও মিয়ানমার সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে বিমান বাহিনী সদর দফতরের পিএসও এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মিয়ানমার বিমান বাহিনীর কমান্ডার ইন চীফ (এয়ার) সদর দফতরে এসে পৌঁছলে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়াও তিনি বিমান বাহিনী সদর দফতর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। সকালে মিয়ানমার বিমান বাহিনীর কমান্ডার ইন চীফ (এয়ার) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, মিয়ানমার বিমান বাহিনীর কমান্ডার ইন চীফ (এয়ার) রবিবার এক সরকারী সফরে বাংলাদেশে আসেন। তিনি সফর শেষে ১১ নবেম্বর ঢাকা ত্যাগ করবেন। -আইএসপিআর ২১১ এসআইকে ইন্সপেক্টরে পদোন্নতি স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের ২১১ জন উপ-পরিদর্শককে (এসআই) ইন্সপেক্টর (পরিদর্শক) পদে পদোন্নতি দেয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ সদরদফতরের এআইজি (সংস্থাপন) মোঃ রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের এ পদোন্নতি দেয়া হয়েছে। সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (এসি-মিডিয়া) এ এস এম হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পদোন্নতির পর তাদের বিভিন্ন এলাকায় বদলি ও পদায়ন করা হয়েছে।
×