ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরামর্শক নিয়োগে চুক্তি সই

আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ১৭ সেতু

প্রকাশিত: ০৪:০৮, ৮ নভেম্বর ২০১৬

আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ১৭ সেতু

স্টাফ রিপোর্টার ॥ এশিয়ান হাইওয়েতে ১৭টি সেতু, সাতটি কালভার্ট, একটি টোলপ্লাজা ও দুইটি এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের বিস্তারিত নক্সা ও নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগে চুক্তি সই করেছে সরকার। সোমবার মহাখালীর সেতু ভবনে সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেডের পক্ষে আটসুশি নিশি মোরা চুক্তিতে সই করেন। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাপানের অর্থায়নে ক্রস বর্ডার ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় এশিয়ান হাইওয়ে-২ এবং এশিয়ান হাইওয়ে-৪১ এ মোট ১৭টি সেতু ও সাতটি কালভার্টসহ একটি টোলপ্লাজা এবং ২টি এক্সেল লোড কন্ট্রোল নির্মিত হবে। আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্পে জাপান সরকারের এক হাজার নয়শ’ কোটি টাকা আর্থিক সহায়তা থাকছে জানিয়ে কাদের বলেন, ১৭টি সেতুর মধ্যে বেনাপোল-মাদারীপুর সড়কে পাঁচটি সেতু, বারৈয়ারহাট-রামগড় সড়কে আটটি সেতু এবং কক্সবাজার-চট্টগ্রাম সড়কে নির্মিত হবে চারটি সেতু। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর পুরোপুরি সুবিধা কাজে লাগাতে হলে আমাদের এশিয়ান হাইওয়ের মিসিং লিংক কালনা সেতুও নির্মাণ করতে হবে। চার কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কসহ সাত শ’ মিটার দীর্ঘ চারলেনের কালনা সেতু নির্মাণে প্রায় ছয়শত বাহাত্তর কোটি টাকা ব্যয় হবে বলে তিনি জানান। ডিজাইনসহ অন্যান্য প্রস্তুতি অগ্রাধিকার ভিত্তিতে শেষ করে আগামী মার্চে কালনা সেতুর মূল কাজ শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে এ সময় মন্ত্রী জানান। উল্লেখ্য, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় প্রায় দুইশত ছত্রিশ কোটি টাকা চুক্তিমূল্যে নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানগুলো সতেরোটি সেতু ও সাতটি কালভার্ট, একটি টোলপ্লাজা এবং দুটি এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের নক্সা তৈরি এবং নির্মাণকাজ তদারক করবে। চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদফতরে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং পরামর্শক প্রতিষ্ঠানগুলোর লিড পার্টনার অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড, অরিয়েন্টাল কনসালটেন্টস কোম্পানি লিমিটেড ও প্যাডকো কোম্পানি লিমিটেডের দলনেতা আসুশি নিশি মুরা এবং মহাব্যবস্থাপক রুহি ঈশি নিজ নিজ পক্ষে সই করেন। এছাড়া চুক্তি অনুযায়ী সহযোগী পরামর্শক হিসেবে কাজ করবে স্ম্যাক ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড, জাপান ব্রিজ এ্যান্ড স্ট্রাকচার ইনস্টিটিউট ইন-কর্পোরেশন, এসিই কনসালটেন্টস লিমিটেড, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস্ লিমিটেড এবং বিসিএল এসোসিয়েটস্ লিমিটেড। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোঃ আহমেদুর রহমানসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×