ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেস্তোরাঁয় বসে কষবেন অংক, মিলবে ওয়াইফাই পাসওয়ার্ড

প্রকাশিত: ১৯:৪২, ৭ নভেম্বর ২০১৬

রেস্তোরাঁয় বসে কষবেন অংক, মিলবে ওয়াইফাই পাসওয়ার্ড

অনলাইন ডেস্ক ॥ সাধারণত রেস্তোরাঁয় আমরা যাই খাবার খেতে, আড্ডা দিতে, মজা করতে। প্রিয় মানুষটির সাথে অথবা পরিবারের সাথে আনন্দঘন কিছুটা সময় কাটাতে। কিন্তু রেস্তোরাঁয় গিয়ে অংক করার কথা কেউ কল্পনাও করতে পারেন না৷ কিন্তু সম্প্রতি রেস্তোরাঁয় গিয়ে এবার অনেককেই অংক করতে দেখা যাচ্ছে। তবে সত্যিকার অর্থেই এমনটি হয়েছে স্যান অ্যান্টিনিও এর ‘ইয়া ইয়া থাই’ রেস্তোরাঁয়৷ সেখানে অংক কষে সেই অংকের সঠিক উত্তর মেলাতে পারলেই পাওয়া যাবে রেস্তোরাঁটির ওয়াই-ফাই পাসওয়ার্ড৷ যে পাসওয়ার্ড দিয়ে আপনি যতখুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন৷ তবে রেস্তোরাঁয় অংকের যে ইক্যুয়েশনটি দেওয়া হয়েছে কাস্টমারদের জন্য সেটা খুবই জটিল৷ যার সমাধান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে কাস্টমারদের৷ এই প্রসঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, "আমরা স্বীকার করছি যে আমরা খুবই কঠিন ইক্যুয়েশন দিয়েছি৷ তবে এই ইক্যুয়েশনটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় রীতিমতো তোলপাড় পরে গিয়েছে৷ সকলেই এই ইক্যুয়েশনটি সমাধান করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এই ইক্যুয়েশনে এক্সপোনেন্টস, সামেসান, সিগমা এই ভ্যালিয়াবেলসগুলি ব্যবহার করা হয়েছে৷" কিছুদিন আগে আরও একটি আজব রেস্তোরাঁর খবর নজরে এসেছিল যেখানে কফি সার্ভ করা হয় বিনামূল্যে কিন্তু রেস্তোরাঁর ভেতরে সময় কাটালে তার জন্য টাকা দিতে হতো৷ আবার বেজিংয়ে আরেকটি রেস্তোরাঁয় প্রতিটি খাবারের এর দাম জানতে গেলে কষতে হবে কঠিন অংক৷ যার সমাধান করলেই মিলবে খাবার এবং তারসঙ্গে জানা যাবে পারবেন খাবারটির দাম৷
×